• ঢাকা বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১
logo

চরম বেহাল অবস্থায় মহাখালী এলাকার রাস্তা!

জাহিদ রহমান

  ২৮ অক্টোবর ২০১৭, ১২:৫১

দেশের স্বাস্থ্যখাতের বড় বড় প্রতিষ্ঠান মহাখালী এলাকায়। কিন্তু সেখানকার রাস্তা এতটাই বেহাল যা দেখলে অনেকটা আঁতকে ওঠার মতো অবস্থা। সিটি করপোরেশন আর গণপূর্ত বিভাগের বিরোধের দোলাচলে দুর্ভোগ পোহাচ্ছে জনগণ।

রাজধানীর অন্যতম ব্যস্ত এলাকা মহাখালীর সাততলা। এখানে রয়েছে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকের কার্যালয়সহ দেশের স্বাস্থ্যখাতের বেশ কিছু বড় বড় প্রতিষ্ঠান, জাতীয় ও আন্তর্জাতিক মানের গবেষণা কেন্দ্র এবং হাসপাতাল। আর মানুষ জীবন বাঁচানোর তাগিদে এসব হাসপাতালে ছুটেন।

বেহাল রাস্তাগুলোর কারণে চরম দুর্ভোগের শিকার মানুষ। সম্প্রতি এক কোটি ষাট লাখ টাকা ব্যয়ে ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন কাজ শুরু হয়। কিন্তু বেধে দেয়া সময় শেষ হয়ে গেলেও কাজ শেষ হয়নি। এছাড়া অসমাপ্ত বিশৃঙ্খল কাজের কারণে দুর্ভোগ আরো বেড়েছে।

এই অবস্থায় ভুক্তভোগীরাই নিজ খরচে রাস্তা কোনো রকম চলাচল উপযোগী করে নিয়েছেন। এদিকে দায়িত্বে থাকা গণপূর্ত কর্মকর্তারাও নিজেদের পক্ষেই সাফাই গাইলেন।

আর ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্যানেল মেয়র ওসমান গণি জানান, রাস্তাটি তাদের কাছে হস্তান্তর করলে তাড়াতাড়ি ব্যবস্থা নেয়া হবে।

এক্ষেত্রে স্থানীয় সরকার গণপূর্ত এবং স্বাস্থ্য মন্ত্রণালয়ের সমন্বিত উদ্যোগ নেয়ার তাগিদ দিয়েছেন ভুক্তভোগীরা।

আরকে/জেবি

মন্তব্য করুন

daraz
  • এক্সক্লুসিভ এর পাঠক প্রিয়
X
Fresh