• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

নদীর ওপর দিয়ে হাঁটছে চীনারা

আরটিভি অনলাইন রিপোর্ট

  ১৫ সেপ্টেম্বর ২০১৭, ১৬:৩৭

নদীর ওপর দিয়ে হাঁটতে চান? তাহলে যেতে হবে চীনে। অসাধ্য সাধন করে গত বছর সবচেয়ে উঁচুতে কাচের সেতু নির্মাণ করে চীনারা আসে সংবাদের শিরোনামে। প্রযুক্তির মায়াজালে আবারো বিশ্বকে মোহিত করে নিনজিয়া প্রদেশের ইয়েলো নদীতে কাচের সেতু বানিয়ে দেখালো চীনারা।

এমন দৃশ্য না দেখলে কেউ বিশ্বাস করবে না যে নদীর ওপর দিয়ে হাঁটছেন ছেলে-বুড়ো-যুবা। এমনকি এপার থেকে ওপারে যেতে পারছে ছোট্ট শিশুটিও।

সর্বাধুনিক প্রযুক্তির জাদুতে বিশ্বকে আলোড়িত করে চীনা সভ্যতার আঁতুড়ঘর হিসেবে পরিচিত ইয়েলো নদীতে গ্লাস ব্রিজ বা কাচের সেতু নির্মাণ করেছে লাল ড্রাগনের দেশ।

নদী থেকে ৩২ ফুট উপরে তৈরি সেতুটি লম্বায় ৬৮৮ ফুট এবং চওড়ায় ৮ ফুট। কংক্রিটের বদলে ব্যবহার করা হয়েছে স্বচ্ছ কাচ আর কাঠ, যা দেখতে দলে দলে নিনজিয়ায় ছুটছে পর্যটকেরা।

বিশেষ জুতো পরে উঠতে হয় সেতুটিতে। হেঁটে অবাক হওয়ার পাশাপাশি ভয়ও পান অনেকে। তাই দুর্বল চিত্তের মানুষকে সেখানে উঠতে মানা করা হচ্ছে।

প্রাচীন চীনা সভ্যতার মতো একের পর বিস্ময় উপহার দিচ্ছে আধুনিক চীন।

এর আগে, চারশ’ মিটার উঁচুতে কাচের ঝুলন্ত সেতু তৈরি করে বিশ্বকে অবাক করেছিল তারা। এবার করলো নদীর ওপর কাচের সেতু দিয়ে।

আরকে/সি

মন্তব্য করুন

daraz
  • এক্সক্লুসিভ এর পাঠক প্রিয়
X
Fresh