• ঢাকা বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১
logo

২৪ ঘণ্টারও কম সময়ে কোরবানির বর্জ্য সরিয়ে নেয়া হবে (ভিডিও)

মুক্তা মাহমুদ

  ২৪ আগস্ট ২০১৭, ১২:২৯

প্রতি বছর ঈদুল আযহায় ঢাকার যেখানে-সেখানে কোরবানি এবং ছড়িয়ে ছিটিয়ে থাকা এর বর্জ্যে চারপাশের দুর্গন্ধ যেন এ শহরের মানুষের রুটিন ভোগান্তি। তবে অবস্থা কিছুটা হলেও বদলাতে শুরু করেছে গেলো বছর থেকে।

গেলো বছর কোরবানির বর্জ্য অপসারণে সময় বেঁধে দেয় দুই সিটি করপোরেশন। সে লক্ষ্যে কাজেও নেমে পড়েন কর্মকর্তা-কর্মচারীরা।

এ বছরও দুই সিটি করপোরেশনের লক্ষ্য অল্প সময়ের মধ্যে রাজধানীকে কোরবানির বর্জ্যমুক্ত করা। এজন্য জনগণের সহযোগিতা চাইলেন দুই সিটি করপোরেশনের প্রধান বর্জ্য ব্যবস্থাপক কর্মকর্তা।

ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রধান বর্জ্য ব্যবস্থাপক কমোডর এম এ রাজ্জাক জানান, ২৪ ঘণ্টারও কম সময়ের মধ্যে ঢাকা উত্তরের কোরবানির বর্জ্য সরিয়ে নেয়া হবে। এমনটাই আশ্বাস দিলেন উত্তর সিটি করপোরেশনের এই প্রধান বর্জ্য ব্যবস্থাপক।

অন্যদিকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রধান বর্জ্য ব্যবস্থাপক এয়ার কমোডর শফিকুল আলম সময় বেঁধে না দিলেও স্বল্প সময়ের মধ্যেই বর্জ্য সরিয়ে নেয়ার কথা জানালেন।

তিনি বলেন, এবার ঈদে বর্জ্য অপসারণের জন্য মাঠে স্থায়ী ক্লিনার উপস্থিত থাকবে ৫ হাজার ২শ’ জন। এছাড়া ঈদ উপলক্ষে অস্থায়ীভাবে আরো কিছু ক্লিনার নিয়োগ দেয়া হবে। সব মিলিয়ে মোট ১২ হাজার ৩শ’ কর্মী এসময় বর্জ্য অপসারণে মাঠে কাজ করবেন।

তবে এবার যারা নিজেদের বাড়িতে কোরবানি দেবেন তাদেরও দুই সিটি করপোরেশন থেকে পলিথিন ব্যাগ ও ব্লিচিং পাউডার সরবরাহ করা হবে।

কোরবানির বর্জ্য রাস্তার ওপর বা ড্রেনের ভেতর না ফেলে নির্দিষ্ট জায়গায় ফেলার অনুরোধ জানান এই দুই কর্মকর্তা।

আরকে

মন্তব্য করুন

daraz
  • এক্সক্লুসিভ এর পাঠক প্রিয়
X
Fresh