• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

যানজটে রাজধানীবাসী কর্মজীবন থেকে প্রতিদিন হারাচ্ছে ৩২ লাখ ঘণ্টা (ভিডিও)

এহতেরামুল হক

  ০৭ আগস্ট ২০১৭, ১৩:২৩

যানজটের যাঁতাকলে পড়ে প্রতিদিন রাজধানীবাসীর কর্মজীবন থেকে হারিয়ে যাচ্ছে ৩২ লাখ ঘণ্টা। টাকার অংকে প্রতি বছর এ ক্ষতির পরিমাণ দাঁড়ায় প্রায় ৩০ হাজার কোটি টাকা। সম্প্রতি এমন তথ্য উঠে এসেছে বিশ্বব্যাংকের জরিপে।

ঘণ্টার পর ঘণ্টা যানজটে বসে থাকাই যেন রাজধানীবাসীর প্রতিদিনের নিয়তি! রাজপথজুড়ে সারি বেধে গাড়ি দাঁড়িয়ে থাকবে এগুবে পিঁপড়ার গতিতে এটিই যেন স্বাভাবিক। সরকারি ছুটির দিন ছাড়া ফাঁকা রাস্তা দেখলেই বরং অবাক হয় ঢাকাবাসী।

তীব্র যানজটের কারণে সময়মতো গন্তব্যে পৌঁছানোটা রাজধানীবাসীর কাছে এখন রীতিমতো আতঙ্ক। গাড়ির গতি না থাকায় রাস্তায় বসে থেকে নষ্ট হচ্ছে নগরবাসীর মূল্যবান সময়। রাজধানীর দীর্ঘদিনের এ সমস্যাটি নিরসনে একের পর এক উদ্যোগ নেয়া হলেও তেমন ফল মিলছে না।

১০ বছর আগেও ঢাকার রাস্তায় গাড়ির গড় গতিবেগ ছিলো ঘণ্টায় ২১ কিলোমিটার।

বিশ্বব্যাংকের সাম্প্রতিক জরিপ বলছে, তীব্র যানজটের জন্য তা এখন এসে ঠেকেছে ৭ কিলোমিটারে। আর সংস্থাটির আশঙ্কা পরিস্থিতির উন্নতি না হলে ২০২৫ সালে গাড়ির আগে মানুষ পায়ে হেঁটে গন্তব্যে পৌঁছাবে।

যানজটের এমন ‘মরার ওপর খাঁড়ার ঘা’ হিসেবে দেখা দিচ্ছে হঠাৎ বৃষ্টি। বর্ষা মওসুমের ভারি বৃষ্টি নগরীর বিভিন্ন রাস্তায় তৈরি করছে জলাবদ্ধতা। ফলে যান চলাচলে তৈরি হচ্ছে ভোগান্তি।

ট্রাফিক দক্ষিণ ডিএমপি ডিসি রিফাত রহমান শামীম আরটিভি অনলাইনকে জানান, অফিস শুরু ও ছুটির সময় রাস্তায় গাড়ি বাড়ায় কমে যায় চলার গতি। এছাড়া স্কুল-কলেজের সামনে ব্যক্তিগত গাড়ির যত্রতত্র পার্কিংয়ের কারণেও নগরজুড়ে ছড়িয়ে পড়ে যানজট।

পরিবহন বিশেষজ্ঞ ড. শামসুল হক আরটিভি অনলাইনকে বলেন, মেট্রোরেল, এলিভেটেড এক্সপ্রেসওয়ের মতো গণপরিবহন ব্যবস্থার বড় প্রকল্পগুলো চালু হলে নগরবাসী কিছুটা স্বস্তি পাবেন।

আরকে/জেবি

মন্তব্য করুন

daraz
  • এক্সক্লুসিভ এর পাঠক প্রিয়
X
Fresh