• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo

আরেক বৃক্ষমানব রিপন (ভিডিও)

আরটিভি অনলাইন রিপোর্ট

  ০৪ আগস্ট ২০১৭, ১৯:১৬

খুলনার পাইকগাছার আবুল বাজনদারের পর এবার খোঁজ মিললো আরেক বৃক্ষমানবের।

ঠাকুরগাঁওয়ের কেউটগাঁ গ্রামের মহেন্দ্র রামের আট বছরের সন্তান রিপন ভুগছে বাজনদারের মতো শারীরিক সমস্যায়।

জুতা সেলাই করে সংসার চলে ঠাকুরগাঁয়ের মহেন্দ্র রামের। তারই সন্তান রিপন জন্মের তিন মাস পর থেকে শরীরে ঘামচির মতো দেখা দেয়। সেটাই আস্তে আস্তে বড় হতে থাকে।

আর গাছের ডালপালার মতোই ছড়িয়ে পড়ে হাতে পায়ে।

এসময় নানা জায়গায় ঘুরে নিজের সাধ্য মতো ছেলের চিকিৎসা করানোর চেষ্টা করে মহেন্দ্রর পরিবার। ডাক্তাররা উন্নত চিকিৎসার পরামর্শ দিলেও অর্থের অভাবে সেটা সম্ভব হচ্ছিল না।

সেখানকার স্থানীয় ডাক্তারদের পরামর্শে রিপনকে ভর্তি করা হয় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে।

এদিকে বার্ন এন্ড প্লাস্টিক সার্জারি ইউনিট’র সহকারী অধ্যাপক ডাঃ মোহাম্মদ রবিউল করিম খান জানান, দুই দফা অস্ত্রোপচারের পর এখন কিছুটা ভালো আছে রিপন। এ শিশুটির দীর্ঘমেয়াদী চিকিৎসার প্রয়োজন বলেও জানান এই চিকিৎসক।

তবে চিকিৎসকরা আশাবাদী আবুল বাজনদারের মতো সুস্থ হয়ে বাড়ি ফিরবে রিপন।

আরকে/এমকে

মন্তব্য করুন

daraz
  • এক্সক্লুসিভ এর পাঠক প্রিয়
X
Fresh