• ঢাকা বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
logo

নোংরা পরিবেশেই জন্ম নিচ্ছে নতুন রোগের ভাইরাস-ব্যাকটেরিয়া (ভিডিও)

আরটিভি অনলাইন রিপোর্ট

  ৩০ জুলাই ২০১৭, ১২:০৪

বিশ্ব উষ্ণায়নের সঙ্গে বদলে যাচ্ছে ঋতুর পরিবর্তন। ভারসাম্যহীন হচ্ছে পরিবেশ। বদলাচ্ছে মানুষের জীবনাচরণ। আর ঋতু পরিবর্তনের এমন গোলমেলে পরিস্থিতিতে নতুন নতুন ভাইরাস-ব্যাকটেরিয়ার আবির্ভাব ঘটছে। পাল্টে যাচ্ছে অণুজীবের ধরনও।

এদিকে সচেতন, অবচেতন বা অসতর্কতা থেকেই প্রতিনিয়ত চারপাশের পরিবেশ নোংরা করছে এই শহরের মানুষ।

আর এমন নোংরা পরিবেশেই জন্ম নিচ্ছে ভাইরাস-ব্যাকটেরিয়ার মতো জীবাণু। যা থেকে শুরু হয় নানা ধরনের জীবনঘাতী রোগ।

ঢাকা বিশ্ববিদ্যালয় অণুজীব বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মাহমুদা ইয়াসমিন জানান, প্রতিনিয়ত চারপাশের পরিবেশকে নোংরা করেই কেবল ক্ষান্ত হচ্ছে না মানুষ।

ঝুঁকছে নগরায়নের দিকে যার বেশির ভাগই অপরিকল্পিত।

এতে উজাড় হচ্ছে বন-জঙ্গল, সাবাড় হচ্ছে জীব-জন্তুর আবাস। আর জলবায়ুর পরিবর্তন তো ‘মড়ার ওপর খাঁড়ার ঘা’যা জীবাণু বিস্তারে সহায়ক বললেন এই ভাইরোলজিস্ট।

তবে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় প্রোভাইস চ্যান্সেলর অধ্যাপক ডা. মো. শহীদুল্লাহ সিকদার জানান, ভাইরাস-ব্যাকটেরিয়াজনিত নতুন ও পুরোনো রোগবালাই মানুষ ও পশুপাখির ঘনবসতি এলাকায় সহজে নিজেদের বিস্তার ঘটায়।

আর এসব রোগ প্রতিরোধে চারপাশের পরিবেশকে স্বাস্থ্যবান্ধব করে গড়ে তোলার বিকল্প নেই। সেইসঙ্গে আগাম সতর্কবার্তাও জরুরি বলে মনে করেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের এই অধ্যাপক।

আরকে/সি

মন্তব্য করুন

daraz
  • এক্সক্লুসিভ এর পাঠক প্রিয়
X
Fresh