• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo

চোরা শিকারিদের দৌরাত্ম্যে কমে গেছে সুন্দরবনের বাঘ (ভিডিও)

আরটিভি অনলাইন রিপোর্ট

  ২৯ জুলাই ২০১৭, ১৩:৩১

পৃথিবীতে বাঘ রয়েছে এমন ১৩টি দেশের মধ্যে বাংলাদেশ অন্যতম। তবে আশঙ্কাজনক হারে কমে গেছে বাংলাদেশের সুন্দরবনের বাঘের সংখ্যা। ২০০৪ সালের বাঘ জরিপে সুন্দরবনে ৪৪০টি বাঘের কথা বলা হলেও মাত্র এক দশকের ব্যবধানে এর সংখ্যা কমে দাঁড়িয়েছে মাত্র ১০৬টি। বনবিভাগের সবশেষ ক্যামেরা ট্রাপিং পদ্ধতির জরিপে এ তথ্য উঠে এসেছে।

বাংলাদেশের রয়েল বেঙ্গল টাইগার একটি অন্যতম বিরল প্রাণী। ফলে বাঘ সংরক্ষণ ও বংশ বৃদ্ধিতে ২০১৪ সালে ঢাকায় বাঘ সম্মেলনে ১০ দফা প্রস্তাব গৃহীত হয়। কিন্তু রয়েল বেঙ্গল টাইগারের প্রধান আবাস সুন্দরবনে আশঙ্কাজনক হারে কমে গেছে এর সংখ্যা। বনবিভাগ জানায়, ২০০৪ সালে বনে ৪৪০টি বাঘ থাকলেও এখন কমে দাঁড়িয়েছে ১০৬টিতে।

এদিকে গেলো তিন দশকে সুন্দরবন ও এর আশপাশ এলাকায় চোরা শিকারি ও বনদস্যুদের হানা, গণপিটুনি ও প্রাকৃতিক দুর্যোগে ৬৭টি বাঘের মৃত্যু হয়েছে। এছাড়া খাদ্য সংকটেও অনেক বাঘ মারা গেছে।

তবে বিশেষজ্ঞরা বাঘের সংখ্যা কমে যাবার পেছনে দায়ী করছেন চোরা শিকারিদের দৌরাত্ম্য, জলবায়ু পরিবর্তন, এবং খাদ্য সংকটকে।

খুলনা সার্কেলের বন সংরক্ষক আমির হোসেন চৌধুরী জানান, চোরা শিকারিদের হাত থেকে বাঘ রক্ষা ও এর যথাযথ সংরক্ষণসহ বাঘের সংখ্যা বৃদ্ধিতে দ্রুত উদ্যোগ নেয়া হবে।

পরিবেশের ভারসাম্য রক্ষায় সুন্দরবনে বিরল প্রজাতির এই রয়েল বেঙ্গল টাইগার সংরক্ষণে পরিকল্পিত উদ্যোগ চান স্থানীয়রা।

আরকে/এমকে

মন্তব্য করুন

daraz
  • এক্সক্লুসিভ এর পাঠক প্রিয়
X
Fresh