• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo

হাজারীবাগের সব ট্যানারি বন্ধ : অসহায় শ্রমিকরা (ভিডিও)

সেলিম মালিক

  ২৩ এপ্রিল ২০১৭, ১৪:৫৪

আদালতের আদেশে পানি-বিদ্যুৎ ও গ্যাস সংযোগ বিচ্ছিন্নের পর বন্ধ হয়ে গেছে হাজারীবাগের সব ট্যানারি কারখানা। আর এমন পরিস্থিতিতে চাকরি হারানোসহ বেতন-ভাতা বন্ধ হবার আশঙ্কায় আছেন প্রায় ৪০ হাজার শ্রমিক।

হাজারীবাগের এমনিই একজন ট্যানারি শ্রমিক জামাল উদ্দিন। বেতন নাই, বাড়িতে ভাত রান্না হচ্ছে না। লজ্জায় বাড়ি যাচ্ছেন না। এভাবেই জানালেন তার অসহায়ত্বের কথা।

এমন পরিস্থিতিতে জামাল উদ্দিন একাই নন। তার মতো দুরবস্থায় আছেন আরো অনেক শ্রমিক। বারবার সময় দিয়েও তা পরিশোধ করছে না মালিকপক্ষ।

গেলো ৮ এপ্রিল পরিবেশ অধিদপ্তর অভিযান চালিয়ে হাজারীবাগের সব ট্যানারি কারখানার পানি-বিদ্যুৎ ও গ্যাসের সংযোগ বিচ্ছিন্ন করে দেয়। ওই ঘটনার পর থেকে চাকরি হারানোর আশঙ্কায় দিন কাটছে ট্যানারি শ্রমিকদের। গেল মাসের মজুরিও পাননি, বেশিরভাগ শ্রমিক।

ট্যানারি ওয়ার্কাস ইউনিয়ন মহাসচিব আবদুল মালেক দাবি করেন, প্রায় সব মালিকই শ্রমিকদের মজুরি পরিশোধ করে দিয়েছেন।

তবে শ্রমিকরা দাবি জানিয়েছেন, হেমায়েতপুরের চামড়া শিল্প নগরীতে আবাসনের ব্যবস্থাসহ, চাকরি নিশ্চিত করতে ট্যানারি মালিক ও সরকারকে শিগগিরই পদক্ষেপ নেয়ার।

এদিকে হাজারীবাগে ট্যানারি বন্ধ হয়ে যাওয়ায় কাজ প্রায় বন্ধ এক সময়ের ব্যস্ত ঠেলাগাড়ি শ্রমিকদেরও।

আরকে/সি

মন্তব্য করুন

daraz
  • এক্সক্লুসিভ এর পাঠক প্রিয়
X
Fresh