• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo

রাজধানীর গণপরিবহনে চলছে নিরব চাঁদাবাজি

জাহিদ রহমান

  ১২ এপ্রিল ২০১৭, ১৩:৫৮

রাজধানীর গণপরিবহনে চলছে নিরব চাঁদাবাজি। ওয়েবিল কিংবা শ্রমিক কল্যাণের নামে চাঁদার টাকা যায় প্রশাসন থেকে শুরু করে সংশ্লিষ্ট মহলের পকেটে।

বিআরটিএ’র হিসেবে রাজধানীর ১৬১ রুটে প্রতিদিন প্রায় ৫ হাজার বাস ও মিনিবাস চলে। প্রতিটি বাসের শেষ কিংবা শুরুর গন্তব্যে চলে ওয়েবিল কিংবা শ্রমিক উন্নয়নের নামে চাঁদাবাজি।

তবে লেগুনা কিংবা প্রাইভেট সিএনজিতে চাঁদাবাজির কৌশলটা ভিন্ন। প্রতিদিন গাড়িপ্রতি চাঁদা দিতে হয় ৬শ’ থেকে ৮শ’ টাকা।

রাজধানীর প্রতিটি রুটেরই একই অবস্থা। এই চাঁদা দেয়ার কারণে কাউকেই তোয়াক্কা করে না বেশির ভাগ গণপরিবহন চালক। যেখানে সেখানে এলোপাথারি গাড়ি রেখে যানজট সৃষ্টি করে তারা।

এ বিষয়ে পরিবহন সংশ্লিষ্টরা বলছেন, কিছু লোকের কারণেই সৃষ্টি হচ্ছে এমন অনিয়ম এবং ক্ষুণ্ন হচ্ছে ভাবমূর্তি।

তবে বিশেষজ্ঞরা এমন অনিয়ম বন্ধে সরষের মধ্যে ভুত তাড়ানোর তাগিদ দিয়েছেন ।

এদিকে সংশ্লিষ্টরা মনে করেন, নিয়ম মেনে এসব ছোট গণপরিবহনের সংখ্যা আরো বাড়ালে সাধারণ জনগণের ভোগান্তি কিছুটা কমবে। এছাড়া তারা আরো মনে করেন এসব সমস্যা সমাধান করে রাজধানীর পরিবহন জগতের দ্রুত পরিবর্তন আনাও সম্ভব।

আরকে/ এমকে

মন্তব্য করুন

daraz
  • এক্সক্লুসিভ এর পাঠক প্রিয়
X
Fresh