• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo

নাগরিক সুবিধাবঞ্চিত যাত্রাবাড়ির লাখো মানুষ

শাহাবুদ্দিন শিহাব

  ০৭ এপ্রিল ২০১৭, ১১:৫৯

রাজধানীতে দক্ষিণ-পূর্বাঞ্চলের প্রবেশপথ যাত্রাবাড়ি এলাকায় যানজট, ফুট ওভারব্রিজের সংকট ফ্লাইওভারের অব্যবস্থাপনা ও অবৈধ দখলের কারণে নাগরিক সুবিধা বঞ্চিত হচ্ছে সেখানকার কয়েক লাখ মানুষ।

দুর্ভোগ আরো বাড়িয়ে দিয়েছে চৌরাস্তা থেকে শনির আখড়া পর্যন্ত ও কাজলা রোডের রাস্তা সংস্কারের কাজ। এসব রাস্তা সংস্কারের কাজের ধীর গতির কারণে সমস্যায় পড়েছেন এলাকাবাসী। এছাড়া এখানে-সেখানে রয়েছে জমাটবদ্ধ পানি আর সেটাই হলো মশার প্রজনন ক্ষেত্র।

ড্রেনের জন্য করা বিশাল গর্তের কারণে প্রায়ই ঘটছে দুর্ঘটনা। দুর্ভোগের আরেক কারণ চাঁদাবাজি ও হকারদের দৌরাত্ম্যও রয়েছেই।

সেখানকার আরেক সমস্যার কারণ ট্রাকস্ট্যান্ড। যাত্রাবাড়ি থানার পাশেই গড়ে তোলা এই ট্রাক স্ট্যান্ডের কারণে সৃষ্টি হচ্ছে যানজট।

এমন অভিযোগের জবাবে শ্রমিক নেতারা খাস জমি অবৈধ দখলমুক্ত করে ট্রাকস্ট্যান্ড বানিয়ে দেয়ার দাবি জানালেন।

অন্যদিকে ফ্লাইওভারের নিচে রাস্তার মাঝখানে মসজিদকে কেন্দ্র করেও গড়ে উঠেছে অবৈধ বাজার।

এদিকে এলাকার একমাত্র পার্কটি দখল হতে হতে ছোট হয়ে গেছে। আর প্রধান সড়কে হকারদের দৌরাত্ম্য ও সঠিক ব্যবস্থাপনার অভাবে বাড়ছে যানজট।
বিশিষ্টজনরা বলছেন, এমন দুর্ভোগ বন্ধে দ্রুত কার্যকরী পদক্ষেপ নিতে হবে।

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র সাঈদ খোকন প্রতিশ্রুতি দিয়ে বলেন, যত দ্রুত সম্ভব সমস্যাগুলোর সমাধানের চেষ্টা চলছে। তবে মেয়রের এ প্রতিশ্রুতি কতটুক বাস্তবায়ন হয় সেদিকেই এখন চেয়ে আছেন ভুক্তভোগীরা।

আরকে/এসজে

মন্তব্য করুন

daraz
  • এক্সক্লুসিভ এর পাঠক প্রিয়
X
Fresh