• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo

পোস্টার ও দেয়াল লিখনের বিরুদ্ধে সিটি করপোরেশনের অভিযান

শাহাবুদ্দিন শিহাব

  ০৪ এপ্রিল ২০১৭, ০৯:১৮

যেখানে সেখানে পোস্টার, ব্যানার, ফেস্টুন, বিজ্ঞাপন ও দেয়াল লিখন আইনত দণ্ডনীয় অপকর্ম।

আর এসব অপকর্ম চলছে প্রকাশ্যেই। রাজধানীকে পোস্টার, ব্যানার, ফেস্টুন, দেয়াল লিখন ও বিজ্ঞাপনের দৌরাত্ম থেকে মুক্ত করতে অভিযান শুরু করেছে দুই সিটি করপোরেশন।

অভিযানে গেলো মার্চ মাসে ফার্মগেট, গ্রীনরোড, তেজগাঁও, মহাখালীসহ বিভিন্ন এলাকায় অভিযানও চালানো হয়। আর এসব অভিযানে ভ্রাম্যমাণ আদালতের বিচারক জরিমানাসহ বিভিন্ন দণ্ডে দণ্ডিত করেন অভিযুক্তদের।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুম আলী বেগ বলেন, এসব অভিযানে অনেকের কাছ থেকে মুচলেকা নেয়া হয়। পাশাপাশি সকল দেয়াল লিখন, বিজ্ঞাপন, পোস্টার, ব্যানার ও ফেস্টুন সরিয়ে ফেলতে নির্দেশ দেন আদালত।

এদিকে উত্তর সিটি করপোরেশন জানিয়েছে, এরইমধ্যে প্রায় দেড় লাখ ব্যানার-পোস্টার অপসারণ করেছে তারা।

এগুলো হলো অঞ্চল-১ অপসারণ করেছে ১৫ হাজার ৪০৯টি, অঞ্চল-২ অপসারণ করেছে ৩৬ হাজার ৯০৩টি, অঞ্চল-৩ অপসারণ করেছে ২৯ হাজার ১৩১টি, অঞ্চল-৪ অপসারণ করেছে ১৫ হাজার ১৯৬ টি, অঞ্চল-৫ অপসারণ করেছে ৪৪ হাজার ২৫৯টি। সর্বমোট ১ লাখ ৪০ হাজার ৮৯৮ টি ব্যানার-পোস্টার অপসারণ করেছে।

অন্যদিকে দক্ষিণ সিটির মেয়র সাঈদ খোকন জানালেন, করপোরেশন কর্তৃপক্ষও পোস্টার, ব্যানার, ফেস্টুন, বিজ্ঞাপন ও দেয়াল লিখনের বিরুদ্ধে অভিযান চালাচ্ছে। আর এসব অভিযান পর্যায়ক্রমে আরো জোরদার করা হবে।

আরকে/জেএইচ

মন্তব্য করুন

daraz
  • এক্সক্লুসিভ এর পাঠক প্রিয়
X
Fresh