• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo

প্রচারণার নামে অসুস্থ প্রতিযোগিতা

শাহাবুদ্দিন শিহাব

  ০৩ এপ্রিল ২০১৭, ১১:৩১

রাজধানীতে ব্যক্তি বা দলের প্রচারে, পোস্টার, ব্যানার, লিফলেট লাগানো বা দেয়ালে লিখনের অসুস্থ প্রতিযোগিতা চলছে।

পুরান ঢাকার সুরিটোলা মহল্লার পঞ্চায়েত কমিটির নির্বাচন উপলক্ষে চলছে উৎসবের আমেজ। এলাকার অলি-গলি ছেয়ে গেছে পোস্টারে। আয়োজনের ষোলকলা পূর্ণ করতে চলছে বিরক্তিকর প্রচারণাও।

গণতান্ত্রিক চর্চা ও এলাকার উন্নয়নের ধারা অব্যাহত রাখতে এ নির্বাচনের আয়োজন। যেখানে সেখানে এসব পোস্টার, ব্যানার-ফেস্টুন শোভা নষ্ট করছে বঙ্গবন্ধু এভিনিউয়েরও।

রাজধানীর ধানমন্ডি আবাসিক এলাকায় আঁলিয়াস ফ্রঁসেজের মতো বিদেশি প্রতিষ্ঠান অনেক চেষ্টা করেও রেহাই পায়নি ব্যানার, পোস্টার, ফেস্টুন আর দেয়াল লিখনের অপসংস্কৃতি থেকে।

দক্ষিণের মেয়র সাঈদ খোকন জানালেন, বিশেষ বিশেষ ক্ষেত্রে উৎসবের আমেজ ও গণতান্ত্রিক চর্চা ধরে রাখতে শর্ত সাপেক্ষে নির্বাচনী প্রচার করার অনুমতি দেয়া হয়। তবে তা নিয়ন্ত্রণও করা হয়।

তবে রাজধানীর বিভিন্ন এলাকায় দেয়ালে রয়েছে দৃষ্টিনন্দন টেরাকোটাও। ঠিক তেমনই উল্টোপাশের মুক্তিযোদ্ধা ক্লাবের দেয়ালে, মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িত ইতিহাস; রুচি, শিক্ষা ও শোভা বাড়াচ্ছে। যা পোস্টারবাজদের চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেয় রুচি কেমন হওয়া উচিত।

আরকে/এসজে

মন্তব্য করুন

daraz
  • এক্সক্লুসিভ এর পাঠক প্রিয়
X
Fresh