• ঢাকা মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১
logo

দৃষ্টিকটু ব্যানার পোস্টারে ছেয়ে গেছে ঢাবি ক্যাম্পাস

শাহাবুদ্দিন শিহাব

  ০১ এপ্রিল ২০১৭, ০৯:৩৬

চেতনা ও সাহিত্য বিষয়ে লিখনের পাশাপাশি দৃষ্টিকটু ব্যানার, পোস্টার, ফেস্টুনে ছেয়ে গেছে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের নানা দেয়াল। সময়ের সঙ্গে তাল মিলিয়ে প্রচারের রূপ পরিবর্তন ও বিকল্প মাধ্যমের কথা বলেছেন বিশিষ্টজনরা।

প্রাচ্যের অক্সফোর্ডখ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয় বাংলাদেশের ইতিহাস, রাজনীতি, সাংস্কৃতিক আন্দোলনের প্রাণকেন্দ্র। দেশের প্রতিটি আন্দোলন সংগ্রাম ও পট-পরিবর্তনের সঙ্গে অঙ্গাঙ্গিভাবে জড়িত এ শিক্ষাকেন্দ্র।

অতীতের সেসব আন্দোলন সংগ্রাম ও রাজনৈতিক সচেতনতাবোধ জাগ্রত করার একটি হাতিয়ার ছিল, সুদৃশ্য-চেতনা সমৃদ্ধ কিছু দেয়াল লিখন। যা যুগ যুগ ধরে ছাত্র রাজনীতির ঐতিহ্য তুলে ধরে আসছে। বিশেষ করে বিজয় দিবস, ২১ ফেব্রুয়ারি, স্বাধীনতা দিবসের মতো দেয়াল লিখনগুলো।

অন্যদিকে, নগরীর শোভা নষ্ট করার মতো ব্যানার, পোস্টার, ফেস্টুন, দেয়াল লিখন ও বিজ্ঞাপনের ছড়াছড়ি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন জায়গায়।

তাছাড়া বাংলাদেশের ছাত্র রাজনীতির সূতিকাগার মধুর ক্যান্টিন ছেয়ে গেছে এসব পোস্টারে।

নগরী পরিচ্ছন্ন রাখতে আইন প্রয়োগের পাশাপাশি বিবেক জাগ্রত ও সচেতনতা সৃষ্টির কথা বলেছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য।

এসবের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার আশ্বাস দিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি মেয়র সাঈদ খোকন।

আরো বেশি যুগোপযোগী হবার পাশাপাশি বিকল্প প্রচারণার ক্ষেত্রেও অনন্য দৃষ্টান্ত স্থাপন করবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা এমনটাই প্রত্যাশা করেন দেশের প্রতিটি সচেতন মানুষ।

এইচএম/ এমকে

মন্তব্য করুন

daraz
  • এক্সক্লুসিভ এর পাঠক প্রিয়
X
Fresh