• ঢাকা বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
logo

‘জয়া আলোকিত নারী-২০১৮’ সম্মাননা পাচ্ছেন ৮ নারী

আরটিভি অনলাইন রিপোর্ট

  ০৯ মার্চ ২০১৮, ১২:০৪
ছবি : সংগৃহীত

সমাজের বিভিন্ন ক্ষেত্রে যেসব মহীয়সী নারী বিশেষ অবদান রাখছেন তাদের মধ্য থেকে ৮ পুরোধা নারী ব্যক্তিত্বকে আন্তর্জাতিক নারী দিবস-২০১৮ উপলক্ষে ‘জয়া আলোকিত নারী-২০১৮’ সম্মাননা প্রদান করতে যাচ্ছে দেশের জনপ্রিয় বেসরকারি টেলিভিশন চ্যানেল আরটিভি।

এ বছর যারা এ সম্মাননা পাচ্ছেন তারা হলেন- চিকিৎসাসেবায় অধ্যাপক ডা. সায়েবা আক্তার, সঙ্গীতে শাহীন সামাদ, সাহিত্যে রুবী রহমান, সমাজসেবায় অধ্যাপক ড. হোসনে আরা বেগম, শিল্পকলায় সুচিশিল্পী মৌলুদা খানম, নারীর ক্ষমতায়নে পারভীন মাহমুদ এফসিএ, চ্যালেঞ্জিং পেশায় নাসরিন সুলতানা, ক্রীড়ায় আঁখি খাতুন।
--------------------------------------------------------
আরও পড়ুন: তুমি যাদু দিয়ে আমাকে ভালো করে দিতে পারো না?
--------------------------------------------------------

আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে ৯ মার্চ, ২৫ ফাল্গুন ১৪২৪ শুক্রবার রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলের বলরুমে ‘জয়া আলোকিত নারী-২০১৮’ সম্মাননা প্রদান করা হবে।

সম্মাননা প্রদান অনুষ্ঠানটি আরটিভিতে সরাসরি সম্প্রচার করা হবে সন্ধ্যা ৬ টা ০৫ মিনিটে।