• ঢাকা মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১
logo

নতুন মিস ইউনিভার্সের ৬ মজার তথ্য

আরটিভি অনলাইন ডেস্ক

  ৩০ জানুয়ারি ২০১৭, ১২:১৮

৬৫তম ইউনিভার্সের মুকুট পেয়েছেন ফ্রেঞ্চসুন্দরী আইরিশ মিশেনারি। এবারের আসরে মোট ৮৫ দেশের সুন্দরীদের সঙ্গে প্রতিযোগিতা করে প্রথম স্থান দখল করেছেন তিনি।

ফ্রান্সের হয়ে ১৯৫৩ সালে ক্রিশটিআনে মারটেলের পর এবার আইরিশ এ মুকুট অর্জন করলেন।

জেনে নিন, ২০১৬ সালের বিশ্বের সেরা এ সুন্দরীকে নিয়ে ৬টি তথ্য।

ডেন্টাল সার্জন

খুব শিগগিরই ডেন্টাল সার্জনের ডিগ্রি নেয়ার অপেক্ষায় আছেন আইরিশ। ডেন্টালের শিক্ষার্থী হিসেবে তিনি দাঁত সুরক্ষায় সচেতনতামূলক প্রচারাভিযান চালাবেন।

ক্রীড়ামোদী

চ্যালেজিং খেলাই তার পছন্দ। এক প্রশ্নের উত্তরে জানিয়েছেন, স্কাইড্রাইভিং বেশ ভালো লাগে। এছাড়া টেনিসও তার পছন্দের।

রাধুনি

নিজেকে কুকিং ফ্রেঞ্চ ফুড স্পেশালিস্ট দাবি করেছেন। যদি প্রতিযোগিতায় প্রতিভা প্রকাশের কোন সুযোগ থাকতো, তাহলে রান্না করে দেখিয়ে দিতেন।

নিনজা ওয়ারিঅর ফ্যান

চ্যালেঞ্জিং খেলা পছন্দ করেন তিনি। তাই টেলিভিশন সিরিজ নিনজা ওয়ারিঅরও অনেক পছন্দের।

বিয়ন্স ফ্যান

আমেরিকার সঙ্গীত তারকা বিয়ন্সের ফ্যান আইরিশ। বিয়ন্সের গাওয়া ‘রান দ্য ওয়ার্ল্ড’ তার প্রিয় গান।

ভ্রমণপ্রেমী

গেলো বছর মিস ফ্রান্স নির্বাচিত হবার পর তিনি নিজ দেশের বিভিন্ন স্থান ঘুড়েছেন। এসময় তিনি অনেক দেশও ভ্রমন করেন।

ওয়াই/এসজেড

মন্তব্য করুন

daraz
  • বিনোদন এর পাঠক প্রিয়
X
Fresh