• ঢাকা মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১
logo

ভারতীয় তিন চ্যানেল চলবে

আরটিভি অনলাইন রিপোর্ট

  ২৯ জানুয়ারি ২০১৭, ১৪:০৪

ভারতীয় টেলিভিশন চ্যানেল স্টার প্লাস, স্টার জলসা ও জি বাংলা বন্ধ চেয়ে করা রিট খারিজ করে দিয়েছেন হাইকোর্ট।

রোববার বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি জে বি এম হাসানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ রিটটি খারিজ করেন। এর ফলে বাংলাদেশে তিনটি চ্যানেল প্রদর্শনে কোনো বাধা রইলো না।

বেলা সাড়ে ১১টা থেকে বিচারপতি জে বি এম হাসান রায়ের প্রথম অংশ ও পরে বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী মূল রায়ের অংশ পড়েন।

গেলো ২৫ জানুয়ারি চ্যানেল তিনটি বন্ধে জারি করা রুলের শুনানি শেষে ২৯ জানুয়ারি রায়ের দিন ধার্য করেন।

২০১৪ সালের জুলাই মাসে রোজার ঈদকে সামনে রেখে স্টার জলসার ‘বোঝে না সে বোঝে না’ সিরিয়ালের পাখি চরিত্রের নামে পোশাক কিনতে না পেরে বাংলাদেশে অনেক তরুণী আত্মহত্যা করেন। এ নিয়ে পত্র-পত্রিকায় সংবাদ প্রকাশিত হয়। বিষয়টি নিয়ে ওই বছরের আগস্ট মাসে হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় রিট আবেদনটি করেন আইনজীবী সৈয়দা শাহীন আরা লাইলী।

রিট আবেদনে সাতদিনের মধ্যে বাংলাদেশে ভারতীয় ওই তিনটি চ্যানেল সম্প্রচার বন্ধের নির্দেশ চাওয়া হয়। পাশাপাশি এ আদেশ বাস্তবায়নের বিষয়ে প্রতিবেদন দু’ সপ্তাহের মধ্যে আদালতে দাখিল করার জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দেয়া হয়।

এইচএম/এমকে

মন্তব্য করুন

daraz
  • বিনোদন এর পাঠক প্রিয়
X
Fresh