• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo

মাতালো মাইলস

আরটিভি অনলাইন রিপোর্ট

  ২৯ জানুয়ারি ২০১৭, ১১:২০

দেশের অন্যতম জনপ্রিয় ব্যান্ড মাইলস‌। শুক্রবার ষষ্ঠ লাক্স-আরটিভি স্টার অ্যাওয়ার্ড-২০১৬ জমকালো আয়োজনে পারফর্ম করেছে ব্যান্ড দলটি।

প্রিয়তমা মেঘ, জাতীয় সঙ্গীতের দ্বিতীয় লাইন'সহ তাদের জনপ্রিয় গানে অনুষ্ঠান মাতান। রাত ১০টা ২০ মিনিটে মঞ্চে ওঠে মাইলস‌। প্রায় ৪০ মিনিট জনপ্রিয় গানগুলোর মাধ্যমে দর্শকদের মুগ্ধ করেন।

১৯৮১ সালে গঠিত হয় মাইলস। ব্যান্ডটি ডিপ পার্পল, সান্তানা, পিংক ফ্লয়েড এবং বিটল্‌স ব্যান্ডের সঙ্গীতের দ্বারা প্রভাবিত। ১৮৮২ সালে তাদের প্রথম অ্যালবাম প্রকাশ হয় ইংরেজি ভাষায়। তাদের প্রথম অ্যালবামটিও ছিল ইংরেজিতে। প্রথম বাংলা অ্যালবামের নাম 'প্রতিশ্রুতি।'

১৯৯৩ সালে তাদের চতুর্থ অ্যালবাম 'প্রত্যাশা' প্রকাশ হয়। এটি বিস্ময়কর সাফল্য অর্জন করে। অ্যালবামটি প্রকাশের কয়েক মাসের ভেতরেই তিন লক্ষ কপি বিক্রি হয়।

এইচএম/এসজেড

মন্তব্য করুন

daraz
  • বিনোদন এর পাঠক প্রিয়
X
Fresh