• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo

বিশ্ব চলচ্চিত্রের উৎসব ঢাকায়

আরটিভি অনলাইন রিপোর্ট

  ১২ জানুয়ারি ২০১৭, ১৯:০০

১৫তম ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব বৃহস্পতিবার শুরু হয়েছে। রেইনবো চলচ্চিত্র সংসদের উদ্যোগে ‘নান্দনিক চলচ্চিত্র, মননশীল দর্শক, আলোকিত সমাজ’- স্লোগানে এ আয়োজনে ৬৭ দেশের ১৮৮ ছবি দেখানো হবে। উৎসব চলবে ২০ জানুয়ারি পর্যন্ত।

জাতীয় জাদুঘরের মূল মিলনায়তনে বৃহস্পতিবার বিকেল উৎসবের উদ্বোধন করেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।

উদ্বোধনী আয়োজনে ছিল লেবাননের পরিচালক মাই মাসরি পরিচালিত ও ৮৯ অ্যাকাডেমি অ্যাওয়ার্ডে বিদেশি ভাষা বিভাগে মনোনয়ন পাওয়া চলচ্চিত্র ‘থ্রি থাউজেন্ট নাইটস’।

রেট্রোস্পেকটিভ বিভাগটি সাজানো হয়েছে বিশ্বখ্যাত ইরানি পরিচালক প্রয়াত আব্বাস কিয়োরোস্তামি ও তুর্কি নারী চলচ্চিত্র পরিচালক ইয়াসিম ইয়াস্তাওগলুর চলচ্চিত্র দিয়ে। এছাড়া উইমেন ফিল্ম মেকারস বিভাগে ৩৯টি পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র, স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ও প্রামাণ্যচিত্র প্রদর্শিত হবে।

রেইনবো চলচ্চিত্র সংসদ ১৯৭৭ সাল থেকে বাংলাদেশে সুস্থ ধারার চলচ্চিত্র প্রদর্শন ও সংস্কৃতি বিকাশে বলিষ্ঠ ভূমিকা রেখে চলেছে। ১৯৯২ সাল থেকে ‘ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব’ আয়োজন হয়ে আসছে। সেই হিসেবে ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব ২৫ বছর পূর্ণ করলো।

এইচএম/ এসজেড

মন্তব্য করুন

daraz
  • বিনোদন এর পাঠক প্রিয়
X
Fresh