• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo

মুক্তিযুদ্ধের ইতিহাসের সঙ্গে আমিও যুক্ত হয়েছি

আরটিভি অনলাইন রিপোর্ট

  ১৯ ডিসেম্বর ২০১৬, ১১:১৬

নব্বইয়ের দশকের সাড়া জাগানো নায়ক ওমর সানী। 'কুলি' খ্যাত অভিনেতা বহু হিট সুপার হিট ছবি উপহার দিয়েছেন। তবে হঠাৎ করেই অভিনয় থেকে দূরে ছিলেন তিনি। যখন ফিরলেন আর নায়ক হিসেবে পাওয়া গেলো না তাকে! ভিলেন হয়ে কাজ শুরু করলেন। এরপর খানিকটা বিরতি ফিটনেস ঠিক করে ফের স্বরূপে ওমর সানী কাজ করে চলেছেন ভিন্ন সব চরিত্রে। নিজেকে নতুন করে আবিষ্কার করছেন 'দোলা' ছবির নায়ক।

গেলো ১৬ ডিসেম্বর তার অভিনীত 'লাল সবুজের সুর' মুক্তি পেয়েছে। সরকারি অনুদানের এ ছবি তৈরি করেছেন মুশফিকুর রহমান গুলজার। দীর্ঘ ক্যারিয়ারে প্রথমবারের মতো মুক্তিযুদ্ধের ছবিতে অভিনয় করলেন। একজন কমান্ডারের ভূমিকায় কাজ করতে পেরে বেশ উচ্ছ্বসিত এ অভিনেতা।

ওমর সানী বললেন, এ ছবিতে কাজ করার সময় মনে হয়েছে, মুক্তিযুদ্ধের ইতিহাসের সঙ্গে আমিও যুক্ত হয়েছি। স্বাধীন দেশের স্বপ্নপূরণের জন্য পাকিস্তানি বাহিনীর সঙ্গে দুর্বার যুদ্ধ করেছি।

এদিকে, গেলো কয়েক বছর চলচ্চিত্রের বিভিন্ন দাবি আদায়ের আন্দোলনে মাঠে থেকেছেন ওমর সানী। এখন বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সহসভাপতি পদে দায়িত্ব পালন করছেন। আসছে এ সমিতির নির্বাচনে সভাপতি পদে লড়বেন তিনি।

এ মাসের শেষ সপ্তাহে ওমর সানী অভিনীত 'শূন্য' ছবি মুক্তি পেতে যাচ্ছে। হাতে রয়েছে 'হারজিৎ'সহ বেশকিছু নতুন ছবির কাজ।

এইচএম / জেএইচ

মন্তব্য করুন

daraz
  • বিনোদন এর পাঠক প্রিয়
X
Fresh