• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

বিজয় দিবসে প্রেমের ছবি

আরটিভি অনলাইন রিপোর্ট

  ১৫ ডিসেম্বর ২০১৬, ২২:৩৫

মহান বিজয় দিবসে (শুক্রবার) প্রেমের ছবি ‘আমি তোমার হতে চাই’ মুক্তি পাচ্ছে। ছবিতে বাপ্পি-মিম জুটির পাশাপাশি আরো একটি জুটি হিসেবে জন-দিপালীকে দেখা যাবে। পরিচালনা করেছেন অনন্য মামুন।

শুরু থেকেই আলোচনায় ছিল ‘আমি তোমার হতে চাই’। এরপর মুক্তির আগেই অন্য শিল্পীকে দিয়ে ডাবিং করার অজুহাতে প্রযোজক ও পরিচালকের বিরুদ্ধে নিম্ন আদালতে মামলা করেন নায়ক বাপ্পি। অভিযোগ আমলে নিয়ে আদালত ছবিটির মুক্তি ও প্রচারণায় স্থগিতাদেশ দেন। অবশেষে ঢাকা জজ আদালত থেকে মামলাটির ওপর স্থগিতাদেশ আনেন প্রযোজক।

এছাড়াও কিছুদিন আগে গুঞ্জন ওঠে ছবির অন্যতম অভিনেতা-অভিনেত্রী বাপ্পি ও মিম বিয়ে করেছেন। বিয়েটি কলকাতায় হয়েছে বলেও চাউর হয়। তবে সেই গুঞ্জন অবশ্য মিমের মা এবং বাপ্পি দু’জনেই উড়িয়ে দেন।

ছবির একটি আইটেম গানে উষ্ণতা ছড়িয়েছেন বলিউড অভিনেত্রী রাখি সাওয়ান্তও।

আলোচিত এ ছবি মুক্তির ঠিক আগেই প্রচারের জন্য একটি প্রমোশন ভিডিও শুটিং করেন পরিচালক। ‘হেইলা দুইলা নাচ’ গানে পারফর্ম করেছেন চিত্রনায়িকা মিম। তবে এ ভিডিওটি ছবিতে ব্যবহার হচ্ছে না। শুধুমাত্র অনলাইন প্রমোশনের জন্যই গানটি করা হয়।

জাতীয় দলের ক্রিকেটারদেরও ছবির প্রচারণায় যুক্ত করা হয়েছে। পাশাপাশি ছবির অভিনয় শিল্পীরা গণমাধ্যম অফিসগুলোতেও ঢু মারছেন। বৃহস্পতিবার দুপুরে সবশেষ প্রচারণায় অংশ নিতে আরটিভি অনলাইন কার্যালয়ে হাজির হয়েছিলেন ছবির অভিনয় শিল্পী দিপালী, জন ও সীমান্ত।

অনন্য মামুন বললেন, ‘একজন গ্যাংস্টার শখের বসে ইউটিউবে তার গাওয়া গান আপলোড করেন। গানটি বেশ জনপ্রিয়তা পায়। অন্ধকার জীবন থেকে সাধারণ জীবনে ফিরে আসার জার্নি তুলে ধরেছি ছবিতে।’

সবশেষ পাওয়া তথ্য অনুযায়ী ৯০টিরও বেশি প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে ‘আমি তোমার হতে চাই’ ছবিটি।

এইচএম/ এস

মন্তব্য করুন

daraz
  • বিনোদন এর পাঠক প্রিয়
X
Fresh