• ঢাকা শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
logo

মণিপুরি থিয়েটারের ৫ দিনের নাট্যোৎসব

আরটিভি অনলাইন রিপোর্ট

  ০৯ ডিসেম্বর ২০১৬, ১৩:১২

দেশের অন্যতম নাট্যসংগঠন মণিপুরি থিয়েটার প্রতিষ্ঠার ২০ বছর পূর্তি উপলক্ষে ঢাকায় ৫ দিনের নাট্যোৎসব আয়োজন করতে যাচ্ছে। আসছে ২৪ ডিসেম্বর শুরু হবে উৎসব। চলবে ২৮ ডিসেম্বর পর্যন্ত। ‘অঙ্গে রঙ্গে কথায় ছন্দে জাগো’- স্লোগান নিয়ে এবারের উৎসবে মণিপুরি থিয়েটার মঞ্চস্থ করবে তাদের আলোচিত ৫টি নাট্যপ্রযোজনা।

সেগুনবাগিচার জাতীয় নাট্যশালার মূল মিলনায়তনে উৎসবের উদ্বোধনী সন্ধ্যায় (২৪ ডিসেম্বর) মঞ্চস্থ হবে ‘লেইমা’। ২৫ ডিসেম্বর স্টুডিও থিয়েটার হলে মঞ্চস্থ হবে ‘ইঙাল আঁধার পালা’। ২৬ ডিসেম্বর একই মিলনায়তনে মঞ্চস্থ হবে ‘শ্রীকৃষ্ণকীর্তন’।

নাট্যশালার পরীক্ষণ থিয়েটার হলে ২৭ ডিসেম্বর মঞ্চস্থ হবে ‘দেবতার গ্রাস’। উৎসবের সমাপণী সন্ধ্যায় ২৮ ডিসেম্বর মঞ্চস্থ হবে ‘কহে বীরাঙ্গনা’। উৎসবে আরো থাকছে মণিপুরি মৃদঙ্গ, মণিপুরি নাচ’সহ বিভিন্ন পরিবেশনা।

মণিপুরি থিয়েটার চলতি বছরের ২৬ সেপ্টেম্বর প্রতিষ্ঠার ২০ বছর পূর্ণ করেছে। এ উপলক্ষে গেলো নভেম্বরে মৌলভীবাজারের কমলগঞ্জ থানার ঘোড়ামারা গ্রামে মাসব্যাপি নাট্যমেলা আয়োজন করেছিলো দলটি। সেখানে ঢাকার প্রথম সারির ৬টি নাট্যদল নাটক মঞ্চস্থ করে। এছাড়া মণিপুরি থিয়েটার তাদের ৫টি নাটকের প্রদর্শনী করেছে।

এইচএম/ এম

মন্তব্য করুন

daraz
  • বিনোদন এর পাঠক প্রিয়
X
Fresh