• ঢাকা শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
logo

কবির বকুল ও পিএ কাজলকে গ্রেপ্তারে পরোয়ানা

আরটিভি অনলাইন রিপোর্ট

  ০১ ডিসেম্বর ২০১৬, ১৭:১১

‘ভালোমন্দের ধার ধারেনা, যা বলে বলুক লোকে, প্রেমের মানুষ ঘুমাইলে চাইয়া থাকে’ গান কারসাজি করে চলচ্চিত্রে ব্যবহারের দায়ে গীতিকার কবির বকুল ও পরিচালক পিএ কাজলকে গ্রেপ্তারের নির্দেশ দিলেন আদালত।

বৃহস্পতিবার সুনামগঞ্জ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মুহাম্মদ শহীদুল আমিন এ পরোয়ানা জারি করেন।

আদালতে বাদীপক্ষের আইনজীবী কামাল হোসেন শুনানিতে অংশ নেন।

গেলো ১৩ এপ্রিল গানটির মূল গীতিকার বাউল জবান আলী এ দু'জনের বিরুদ্ধে প্রতারণার অভিযোগে সুনামগঞ্জ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলা করেন।

এরপর ২৮ সেপ্টেম্বর জেলা শিল্পকলা একাডেমি তদন্ত প্রতিবেদন দাখিল করলে দু’জনের বিরুদ্ধে সমন জারি করেন সুনামগঞ্জ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক দেলোয়ার হোসেন।

বাউল জবান আলীর লেখা গানটি জনপ্রিয় কণ্ঠশিল্পী কুমার বিশ্বজিৎ তার রোদেলা দুপুর অ্যালবামে গেয়েছিলেন।এছাড়া বাংলাদেশ বেতারসহ বিভিন্ন টিভি চ্যানেলে প্রচারিত হয়।

চলচ্চিত্র পরিচালক পি এ কাজল মার্কেট থেকে গানটি সংগ্রহ করে তার পরিচালিত ‘পিরীতের আগুন জ্বলে দ্বিগুণ’ ছবিতে ব্যবহার করেন। গীতিকার কবির বকুল মূল গীতিকার বাউল জবান আলীর অুনমতি না নিয়ে গানের অনেক শব্দ পাল্টে নিজের নামে ব্যবহার করে প্রতারণা করছেন বলে অভিযোগ করা হয়।

এম/এসজেড

মন্তব্য করুন

daraz
  • বিনোদন এর পাঠক প্রিয়
X
Fresh