• ঢাকা বুধবার, ০১ মে ২০২৪, ১৮ বৈশাখ ১৪৩১
logo

‘বিদেশের মাটিতে এক টুকরো বাংলাদেশ’

আরটিভি অনলাইন রিপোর্ট

  ২৪ অক্টোবর ২০১৮, ১৮:০২

জামিল হোসেন। একাধারে অভিনেতা ও গায়ক। কলকাতার একটি টেলিভিশন চ্যানেলের রিয়েলিটি কমেডি শো মীরাক্কেল-এ অংশ নিয়ে পরিচিতি পান তিনি।

এখন নিয়মিতভাবে অভিনয় করছেন। পাশাপাশি গানের ভুবনেও তাকে পাওয়া যাচ্ছে। বিভিন্ন অনুষ্ঠানে দেখা যায় গান গেয়ে মুগ্ধ তিনি দর্শকদের মুগ্ধ করছেন।

এবার দক্ষিণ কোরিয়াতে বাংলা ভাষাভাষীদের জন্য গাইলেন তিনি। গেলো ২১ অক্টোবর আনসান শহরে ইপিএস বাংলা কমিউনিউটি আয়োজিত এক অনুষ্ঠানে পারফর্ম করেন এই গায়ক।

অনুষ্ঠানে দেশের জনপ্রিয় সঙ্গীতশিল্পী কুমার বিশ্বজিৎও সঙ্গীত পরিবেশনা করেন। আরও ছিলেন বাংলাদেশ আইডলের বৃষ্টি ইসলাম।

জামিল হোসেন বলেন, দক্ষিণ কোরিয়ার আমার এই সফরটি স্মরণীয় হয়ে থাকবে। বিদেশের মাটিতে যেন এক টুকরো বাংলাদেশ দেখতে পাচ্ছিলাম। প্রবাসীদের দেশের প্রতি যে আবেগ তা বলার মতো নয়। আমাদের চেয়ে দেশের প্রতি তাদের ভালোবাসা অনেক অনেক বেশি।

তিনি বলেন, আগামীতে সুযোগ পেলে প্রবাসী ভাই-বোনদের আবারও গান শোনাতে চাই। গুণী সঙ্গীত শিল্পী কুমার বিশ্বজিৎ স্যার দর্শক মাতিয়ে রাখেন। অনুষ্ঠানে তার জনপ্রিয় গানগুলো পরিবেশনা করেন। এছাড়া বৃষ্টিও ভিন্ন ভিন্ন আমেজের গান করেছেন।

গেলো ২০ অক্টোবর দক্ষিণ কোরিয়ার উদ্দেশে ঢাকা ছাড়েন জামিল হোসেনরা। এরপর কনসার্ট শেষে ২৩ অক্টোবর দেশে ফিরেছেন।

এম/এসআর

মন্তব্য করুন

daraz
  • বিনোদন এর পাঠক প্রিয়
আরও পড়ুন
১৪ মাস পর চোখ মেলছেন নিবিড়, বাবা ডাক শোনার অপেক্ষায় কুমার বিশ্বজিৎ
ভক্তদের জন্য জামিলের নতুন চমক
ছেলের কণ্ঠ শোনার অপেক্ষায় কুমার বিশ্বজিৎ
X
Fresh