• ঢাকা শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
logo

প্রধানমন্ত্রীকে নিয়ে ডকু-ড্রামা ‘হাসিনা’র মুক্তি নভেম্বরে

আরটিভি অনলাইন রিপোর্ট

  ১৮ অক্টোবর ২০১৮, ১৯:২৮

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে তৈরি ডকু-ড্রামা ‘হাসিনা- অ্যা ডটারস টেল’। আগামী নভেম্বরে বিশ্বব্যাপী চলচ্চিত্রটি মুক্তি পেতে যাচ্ছে। বিষয়টি জানিয়েছেন চলচ্চিত্রটির নির্মাতা রেজাউর রহমান খান পিপলু।

‘হাসিনা- অ্যা ডটারস টেল’ যৌথভাবে প্রযোজনা করেছে গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইনফরমেশন (সিআরআই) এবং অ্যাপলবক্স ফিল্মস।

এই চলচ্চিত্রটি নির্মাণ করতে পরিচালকের দীর্ঘ পাঁচ বছর সময় লেগেছে বলেন জানান তিনি। অক্লান্ত প্রচেষ্টার পর ৭০ মিনিটের এই চলচ্চিত্র নির্মিত হয়।

চলচ্চিত্রে পরিচালক পিপলু প্রধানমন্ত্রী শেখ হাসিনার জীবনের বিষাদ, বিজয় ও নৈকট্যের গল্পগুলোকে নিজের স্বাধীন দৃষ্টিভঙ্গির সাহায্যে পরিণত করেছেন নিজস্ব আদলে।

গল্পে সংগ্রামী এক নারীর গল্প দেখানো হয়েছে। পিপলু ‘হাসিনা’কে নাটকীয় কিন্তু আন্তরিক ভঙ্গিতে চিত্রায়ন করেছেন বিভিন্ন ভূমিকায়- কখনও বঙ্গবন্ধুর মেয়ে বা কারও বোন, কখনও একজন নেতা বা পুরো দেশের ‘আপা’ হিসেবে এবং সবকিছুর ঊর্ধ্বে তাঁর ব্যক্তিসত্তাকে।

আরও পড়ুন :

এম/এমকে

মন্তব্য করুন

daraz
  • বিনোদন এর পাঠক প্রিয়
আরও পড়ুন
জাতীয় পতাকার নকশাকারের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক
‘মানুষ এখন ডাল-ভাত নয়, মাছ-মাংস নিয়ে চিন্তা করে’
মানুষের ভাগ্য পরিবর্তনে কেউ কোনো পদক্ষেপ নেয়নি: প্রধানমন্ত্রী
ট্রাফিক তেজগাঁও বিভাগের ব্যবস্থাপনার প্রশংসা করলেন প্রধানমন্ত্রী
X
Fresh