• ঢাকা বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১
logo

জয়া আহসানের পুজোর স্মৃতি

বিনোদন ডেস্ক, আরটিভি অনলাইন

  ১৬ অক্টোবর ২০১৮, ১৭:৩৪
ছবি: সংগৃহীত

অভিনেত্রী জয়া আহসান এখন ব্যস্ত রয়েছেন ‘দেবী’ সিনেমার প্রচারণা নিয়ে। আগামী ১৯ অক্টোবর মুক্তি পাবে ছবিটি। গতকাল সোমবার রাজধানীর ঢাকা ক্লাবে সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন জয়া আহসান এবং তার ‘দেবী’ টিম।

এদিকে চলতি সপ্তাহেই ভারতের একটি বাংলা গণমাধ্যমে দেয়া সাক্ষাৎকারে জয়া শুনিয়েছেন তার পুজোর স্মৃতি। বাংলাদেশের দুর্গাপূজা নিয়ে জয়া আহসান বলেন, কলকাতার মতো এত বেশি সংখ্যায় না হলেও কয়েকটা পুজো খুব বড় করে হয়। যেমন বনানীর পুজো, ঢাকেশ্বরীর পুজো। তিন-চার দিন ধরে টেলিভিশনে অনুষ্ঠান প্রচার হয়।

ছোটবেলার স্মৃতি মনে করে জয়া আহসান বলেন, ‘তখন ক্লাস টু বা থ্রিতে পড়ি। ক্লাস এইট-নাইনের দিদিদের ‘চ্যালা’ হতাম আমরা। চ্যালা হয়েই সে কী আনন্দ। ক্লাস সিক্স পর্যন্ত আমি খুব ছোটখাটো চেহারার ছিলাম। টেবিলের উপরে আমাকে বসিয়ে রাখা হতো। ডাকা হতো ‘ফ্লাওয়ার ভাস’ বলে।’

তিনি আরও বলেন, ‘সকলে সালোয়ার-কামিজ পরলেও আমার হাফ প্যান্ট পরায় বাধা ছিল না। আর ছোট বলে সব জায়গায় যাওয়ার অনুমতিও ছিল। যাদের চ্যালা হতাম, তাদের হুকুমে রাতের বেলা প্রতিমার সামনের ফল-নাড়ু চুরি করে আনতাম।’

‘দিদিরা এত দুষ্টু ছিল, বলত একটা কিছু ভেঙে রেখে আসবি, যেন মনে হয়, ঠাকুর এসে খেয়ে গিয়েছে।’- যোগ করেন জয়া আহসান

আরও পড়ুন :

পিআর/এসএস

মন্তব্য করুন

daraz
  • বিনোদন এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ভারতে ফিল্মফেয়ার পুরস্কার পেলেন বাংলাদেশের তিন তারকা
‘ফিল্মফেয়ার বাংলা’য় মনোনয়ন পেলেন বাংলাদেশের যেসব তারকা
জয়ার প্রথম
অসহায়-এতিম বাচ্চাদের জন্য জয়ার অনুরোধ
X
Fresh