• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

বকেয়া শত কোটি টাকা, প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চান প্রযোজকেরা

পাভেল রহমান, আরটিভি অনলাইন

  ০৮ অক্টোবর ২০১৮, ১৭:৩৫
ছবি: সংগৃহীত

টেলিভিশন চ্যানেলগুলোর কাছে প্রায় শত কোটি টাকা বকেয়া জমেছে বলে অভিযোগ প্রযোজকদের। গত ২৭ সেপ্টেম্বর এক সংবাদ সম্মেলনে এমন অভিযোগ করা হয়েছে টেলিভিশন প্রোগ্রাম প্রডিউসারস এসোসিয়েশন অব বাংলাদেশের পক্ষ থেকে।

ওই সংবাদ সম্মেলনে এক সপ্তাহের আল্টিমেটামও দেয়া হয়েছিল। কিন্তু এক সপ্তাহ পেরিয়ে গেলেও বিষয়টি নিয়ে টেলিভিশন চ্যানেল কর্তৃপক্ষ থেকে কোনও সাড়া মেলেনি বলে আরটিভি অনলাইনকে জানান, টেলিভিশন প্রোগ্রাম প্রডিউসারস এসোসিয়েশনের সাধারণ সম্পাদক ইরেশ যাকের।

সোমবার বিকেলে ইরেশ যাকের আরটিভি অনলাইনকে বলেন, ‘সংবাদ সম্মেলনের মাধ্যমে আমরা চ্যানেলগুলোর উদ্দেশে আমাদের বক্তব্য জানিয়েছি। কিন্তু এখনও পর্যন্ত তাদের কাছ থেকে কোনও সাড়া পাইনি। দু-একদিনের মধ্যে সাংগঠনিকভাবে আমরা সিদ্ধান্ত নেবো।’

টেলিভিশন প্রোগ্রাম প্রডিউসারস এসোসিয়েশনের সভাপতি মামুনুর রশীদ সোমবার আরটিভি অনলাইনকে বলেন, ‘আমরা ভেবেছিলাম ওই সংবাদ সম্মেলনের পর বিষয়টির সুরাহা হবে। কিন্তু টেলিভিশন চ্যানেল থেকে আমাদের সঙ্গে কোনোরকম যোগাযোগ করা হয়নি। আমরা এখন প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চাইছি। প্রধানমন্ত্রী নিশ্চয় বিষয়টির একটা সমাধান করে দেবেন।’

এর আগে গত ২৭ সেপ্টেম্বর টেলিভিশন প্রোগ্রাম প্রডিউসারস এসোসিয়েশনের পক্ষ থেকে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বলা হয়েছে, ‘টেলিভিশন চ্যানেলগুলোর কাছে প্রযোজকদের বিরাট পরিমাণ অর্থ বকেয়া হয়ে যাওয়ার কারণে অনেক প্রযোজক নতুন করে অনুষ্ঠান নির্মাণ করতে পারছেন না, ফলশ্রুতিতে টিভি অনুষ্ঠানের মান নিয়ে এক সময় আমরা যে গর্ব করতাম তা আর ধরে রাখতে পারছি না। এই সুযোগে বিদেশি চ্যানেলগুলোর অনুষ্ঠানের পেছনে দর্শক ঝুঁকে পড়েছেন মারাত্মকভাবে।’

‘অনেক পুরনো ও ভালো ভালো নির্মাতা-প্রযোজকরা নতুন করে আর অনুষ্ঠান নির্মাণ করতে পারছেন না আর্থিক সংকটের কারণে। টিভি চ্যানেলগুলোর কাছে আমাদের প্রযোজকদের বকেয়ার অংক যদি এভাবে বাড়তে থাকে। তবে এক পর্যায়ে আমাদের দেশীয় অনুষ্ঠান নির্মাণ বন্ধ হয়ে যাবে এবং এই শিল্পকে দখল করবে বিদেশি মিডিয়া।’

‘টেলিভিশন প্রোগ্রাম প্রডিউসারস এসোসিয়েশন অব বাংলাদেশের সদস্যদের পাঠানো হিসেব অনুযায়ী এই শিল্পে বর্তমান বকেয়ার পরিমাণ প্রায় একশত কোটি টাকা। আমাদের সংগঠনের পক্ষ থেকে ব্যক্তিগত পর্যায়ে বিভিন্ন সময় দেন-দরবার করেও এই টাকা আমরা তুলতে পারছি না।’

‘তাই বাধ্য হয়ে আমরা ‘টেলিভিশন প্রডিউসারস এসোসিয়েশন অব বাংলাদেশ’ এই সংবাদ সম্মেলনের আয়োজন করেছি। এই সম্মেলনের মাধ্যমে একুশে টেলিভিশন, এশিয়ান টেলিভিশন, চ্যানেল নাইন, দেশ টিভি, এসএ টিভি ও মোহনা টিভি’সহ অন্যান্য টেলিভিশন চ্যানেলগুলোকে আমরা উদাত্ত আহ্বান জানাচ্ছি, নাটক নির্মাণ প্রতিষ্ঠানগুলোর পাওনা বকেয়া টাকা যতদ্রুত সম্ভব পরিশোধ করেন।’

‘আসুন আমরা অর্থ পরিশোধের মাধ্যমে পরস্পরের পরিপূরক হয়ে, দেশীয় এই শিল্পমাধ্যমটিকে সামনে এগিয়ে নিয়ে যাই। টেলিভিশন অনুষ্ঠানের হারানো গৌরব ফিরিয়ে নিয়ে আসি।’

আরও পড়ুন :

পিআর/এম

মন্তব্য করুন

daraz
  • বিনোদন এর পাঠক প্রিয়
আরও পড়ুন
স্কুলছাত্র মামুনুর রশীদ, সহপাঠী চঞ্চলপুত্র!
বরেণ্য অভিনেতা মামুনুর রশীদের ৭৬তম জন্মদিন আজ
জাতীয় পার্টি থেকে জি এম কাদের ও চুন্নুকে অব্যাহতি
ভোট দিয়ে যা বললেন সারা যাকের
X
Fresh