• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

ভারতে একই মঞ্চে হিমেশ-শুভশ্রী-সুমন

আরটিভি অনলাইন রিপোর্ট

  ১৪ সেপ্টেম্বর ২০১৮, ১৫:২৮
ছবিতে হিমেশ-শুভশ্রী-সুমন

বাংলাদেশের অন্যতম জনপ্রিয় সঙ্গীতশিল্পী এফ এ সুমন। গানের মাধ্যমেই তিনি জয় করেছেন মানুষের হৃদয়। বর্তমানে স্টেজ শো নিয়ে ব্যস্ত সময় পার করছেন সুমন। কদিন আগেই ঠাকুরগাঁও এবং পঞ্চগড়ে অনুষ্ঠিত মাদক বিরোধী কনসার্টে গানে গানে শ্রোতাদের মুগ্ধ করেছেন তিনি।

সেই ধারাবাহিকতায় সময়ের নন্দিত এই সঙ্গীতশিল্পী এবার মাতাবেন ভারতের কুচবিহারের সঙ্গীতপ্রেমীদের। গণেশ পূজাকে ঘিরে আগামী ১২ থেকে ২০ সেপ্টেম্বর কুচবিহারের বেটাগুরি প্লে গ্রাউন্ডে আয়োজিত গণেশ উৎসবে গাইবেন এফ এ সুমন। একই আসরে অংশ নেবেন হিমেশ, রিমি সেন, ঋষি চক্রবর্তী, শুভশ্রী গাঙ্গুলী, অদিতিসহ অনেক তারকা শিল্পীরা।

আগামী ১৫ সেপ্টেম্বর উৎসব মঞ্চে নিজের বিভিন্ন জনপ্রিয় গানের পাশাপাশি সম্প্রতি প্রকাশ পাওয়া একাধিক গান গাইবেন তিনি। কনসার্টে অংশ নিতে ১১ সেপ্টেম্বর ভারতে পৌঁছেছেন সুমন, ফিরবেন চলতি মাসের ২২ তারিখ। আরটিভি অনলাইনকে এমনটাই জানিয়েছেন তিনি।

এ ব্যাপারে এফ এ সুমন বলেন, ‘স্টেজ শো নিয়ে বেশ ব্যস্ততা যাচ্ছে। পাশাপাশি বিভিন্ন রেডিও-টেলিভিশনেও নিয়মিত ডাক পড়ছে। তবে দেশের বাইরে গান করার বিষয়টি একটু অন্য রকম। বিদেশের মাটিতে গান করা মানে সেখানে নিজ দেশের প্রতিনিধিত্ব করা। অর্থাৎ এক্ষেত্রে অনেক বেশি দায় বর্তায়। আশা করছি, বরাবরের মতো আমার এবারের সফরটিও সফলভাবে শেষ করতে পারবো। আয়োজকদের বিশেষভাবে ধন্যবাদ জানাবো- আমাকে এই আসরে আমন্ত্রণ জানানোর জন্য।’