• ঢাকা শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
logo

ভারতের ঈষাণ মিত্রের গানে মম

আরটিভি অনলাইন রিপোর্ট

  ১৪ সেপ্টেম্বর ২০১৮, ১০:৪২
ছবি: সংগৃহীত

অভিনয় নৈপুণ্যে নজর কেড়েছেন জাকিয়া বারী মম। এবার নতুন একটি গান নিয়ে হাজির হলেন অনলাইন দুনিয়ায়। তবে কণ্ঠশিল্পী হিসেবে নয়, অভিনেত্রী হিসেবেই গানটিতে রয়েছেন মম।

ভারতীয় গায়ক ঈশান মিত্রের গাওয়া গান 'কেনো ভুলে যাই'। সম্প্রতি প্রযোজনা প্রতিষ্ঠান গানচিলের ব্যানারে প্রকাশ পেয়েছে এই গানটি। 'আদিত্যের মৌনতা' শিরোনামে একটি নাটকে গানটি ব্যবহার করা হয়।

এবার সেই গানটি আলাদা করে প্রকাশ করা হলো। কণ্ঠ দেওয়ার পাশাপাশি ভারতীয় অমিতকে নিয়ে গানটির সুর-সঙ্গীতও করেছেন ঈশান মিত্র। কথা লিখেছেন বাংলাদেশের নন্দিত গীতিকার আসিফ ইকবাল।

এতে অভিনয় করেছেন অপূর্ব, মম ও দীপা খন্দকার। পরিচালনা করেছেন শিহাব শাহীন। এদিকে গানটি আলাদাভাবে দর্শক-শ্রোতাদের মুগ্ধ করবে বলে মনে করেন গীতিকার আসিফ ইকবাল।

তিনি বলেন, 'আমরা সব সময়ই ভালো কথা, সুর-গায়কী এবং রুচিশীল গানের পক্ষে। এই গানটির একটি গল্প আছে। ভিডিওতেও সেটা যথাযথভাবে ফুটিয়ে তোলা হয়েছে। আশা করি দর্শক-শ্রোতারা এটি ভালোভাবে গ্রহণ করবেন।'

আরও পড়ুন :


পিআর/ এমকে

মন্তব্য করুন

daraz
  • বিনোদন এর পাঠক প্রিয়
আরও পড়ুন
এবার অনলাইনে দেখা যাবে ‘ওরা ৭ জন’
X
Fresh