• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

ইউটিউবে বুস্ট করলেই লোকে গান শুনবে এমন নয়: অনুপম রায়

বিনোদন ডেস্ক, আরটিভি অনলাইন

  ০৬ সেপ্টেম্বর ২০১৮, ১০:১৭
ছবি: সংগৃহীত

‘নিজের টাকা খরচ করে গানের ভিডিও তৈরি করে ইউটিউবে বুস্ট করলেই লোকে গান শুনবে এমনটা ভাবার কোনো কারণ নেই। জোর করে কাউকে গান শোনানো যায় না, সিনেমাও দেখানো যায় না।’- এমন মন্তব্য করলেন কলকাতার অন্যতম জনপ্রিয় সঙ্গীতশিল্পী অনুপম রায়।

তিনি আরও বলেন, এখন অনলাইনের যুগ। সিডি আর পাওয়া যাবে না। প্লিজ, আপনারা দশ টাকা দিয়ে অনলাইনে গান শুনুন। গান দেখার নয়, শোনার। বাজারের স্রোতে গা ভাসালে মিউজিক ইন্ডাস্ট্রিরই ক্ষতি হয়।’

জানা গেল, এবার পুজোয় নিজেকে সম্পূর্ণ বদলে নাচের গানের সিঙ্গেল নিয়ে হাজির হবেন তিনি। হঠাৎ নাচের গান? এমন প্রশ্নে অনুপম বলেন, ‘আমার বন্ধুরা সারাক্ষণ অভিযোগ করে, বাংলায় নাচের জন্য সেরকম গান নেই। সিনেমার গান তো ধরাবাঁধা থাকে। তাই ভাবলাম, নিজেকে ভাঙি নাচের জন্য। কনটেন্টের কথা একটু কম ভেবে নাচের গানের সিঙ্গেল করি।’

‘কালবৈশাখী’ অনুপম রায়ের মৌলিক অ্যালবামের গান। এসভিএফ-এর মিউজিক প্ল্যাটফর্ম থেকে শোনা যাবে গানটি। অনুপম রায় বলেন, ‘আমি বরাবর মৌলিক গান নিয়ে কাজ করতে চেয়েছি। কিন্তু ২০১০ থেকে সময়টা বদলেছে। সিনেমার গানের রমরমায় আমিও একের পর এক ছবির জন্য গান তৈরি করে চলেছি। বাংলা ছবির গান লোকে শুনছেন এটা খুব ভালো বিষয়। ‘