• ঢাকা বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
logo

ইউটিউবে দেখুন মোশাররফ উৎসবের চার নাটক (ভিডিও)

আরটিভি অনলাইন রিপোর্ট

  ০৫ সেপ্টেম্বর ২০১৮, ২১:৪৫

এবারের ঈদুল আজহা উপলক্ষে আটদিনব্যাপী বর্ণাঢ্য অনুষ্ঠানমালা সাজিয়েছিল দেশের জনপ্রিয় বেসরকারি টেলিভিশন চ্যানেল আরটিভি। বিগত বছরের ধারাবাহিকতায় জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিমকে নিয়ে এবারও আরটিভির পর্দায় প্রচার হয় ‘মোশাররফ উৎসব’।

সাতদিনব্যাপী ‘মোশাররফ উৎসব’ উদযাপন করা হয় ঈদের দিন থেকে সপ্তম দিন পর্যন্ত। এই আয়োজনে মোশাররফ করিম অভিনীত ৭টি নাটক দেখানো হয়। ঈদের দিন থেকে সপ্তম দিন পর্যন্ত রাত ৭টা ৫ মিনিটে নাটকগুলো প্রচার হয়।

এছাড়া আরটিভির আটদিনব্যাপী ঈদ আয়োজনে ৭ পর্বের তিনটি ধারাবাহিক, ৭টি এক খণ্ডের নাটক, ৭টি টেলিফিল্ম এবং লাক্স ও গ্রামীণফোন নিবেদিত আরও ১৪টি নাটক প্রচারিত হয়। তার পাশাপাশি প্রচার হয় বিশেষ অনুষ্ঠান।

মোশাররফ উৎসবে প্রচারিত ৪টি দর্শক নন্দিত নাটক দেখে নিতে পারেন আরটিভির ইউটিউব চ্যানেল ‘আরটিভি ড্রামা’তে। নাটকগুলো দেখতে ক্লিক করুন নিচের লিংকে।

ঠিকানা

রচনা: সারওয়ার রেজা জিমি

পরিচালনা: তুহিন হোসেন।

অভিনয় করেছেন- মোশাররফ করিম, রিচি সোলায়মান প্রমুখ।

আস্থা

রচনা ও পরিচালনা: জিয়াউর রহমান জিয়া

অভিনয় করেছেন- মোশাররফ করিম, রোবেনা রেজা জুঁই, পুশল, ইলোরা গহর, কাদরি, সেলিন আহমেদ, হিমি হাফিজ প্রমুখ।

বুজুগ

রচনা ও পরিচালনা: শাহজাদা মামুন

অভিনয় করেছেন- মোশাররফ করিম, আনিকা কবির শখ প্রমুখ।

গৃহশিক্ষক দিচ্ছি-নিচ্ছি

চিত্রনাট্য ও পরিচালনা: তারিক মোহাম্মদ হাসান

অভিনয় করেছেন- মোশাররফ করিম, জান্নাতুল পিয়া, তারেক স্বপন প্রমুখ।

আরও পড়ুন :

পিআর

মন্তব্য করুন

daraz
  • বিনোদন এর পাঠক প্রিয়
আরও পড়ুন
‘হাতকড়া’ নিয়ে প্রকাশ্যে হিমি-মোশাররফ করিম
আমি একটা তেলাপোকাও মারতে পারি না : মোশাররফ করিম
মোশাররফ করিমকে ভাবনার চিঠি
মোশাররফ করিমের দখলে কলকাতার মেট্রোরেল
X
Fresh