• ঢাকা বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
logo

মিম-রাজিব স্মরণে ‘মাইক মাস্টার’

আরটিভি অনলাইন রিপোর্ট

  ০৪ সেপ্টেম্বর ২০১৮, ১৭:৫৩
ছবি: সংগৃহীত

রাজধানীর সেগুনবাগিচাস্থ জাতীয় নাট্যশালার স্টুডিও থিয়েটার হলে টানা দুই দিন মঞ্চস্থ হবে ‘ব নাটুয়া’ প্রযোজিত নাটক ‘মাইক মাস্টার’। দুইদিনে নাটকটির পাঁচটি প্রদর্শনী অনুষ্ঠিত হবে।

চলমান ‘নিরাপদ সড়ক চাই’আন্দোলনের প্রতি সংহতি জানিয়ে এই নাট্য মঞ্চায়নে স্মরণ করা হবে সম্প্রতি মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত শহীদ রমিজ উদ্দিন ক্যান্টনমেন্ট কলেজের শিক্ষার্থী দিয়া খানম মিম ও আব্দুল করিম রাজিবকে।

‘মাইক মাস্টার’নাটকের নির্দেশক আব্দুল মমিন বলেন- ‘ব নাটুয়া’ছাত্র-শিক্ষক কেন্দ্রের সংগঠন। শহীদ রমিজ উদ্দিন ক্যান্টনমেন্ট কলেজের কালচারাল ক্লাবের প্রাক্তন সদস্যদের নিয়ে গঠিত এই নাট্যদলটি। সেই অর্থে নিহত দুই শিক্ষার্থী আমাদের সহকর্মী। সড়ক দুর্ঘটনায় নিহত দিয়া খানম মিম ও আবদুল করিম রাজিবের অকালমৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত। আমাদের নিয়মিত প্রযোজনা মাইক মাস্টার নাটকের ১২ ও ১৩তম মঞ্চায়ন তাদের উৎসর্গ করবো।

জানা গেছে, বুধবার সন্ধ্যা ৭টা ও রাত সাড়ে ৮টায় ‘মাইক মাস্টার’নাটকটির ১২ ও ১৩তম মঞ্চায়ন শুরু হবে। পরদিন বৃহস্পতিবার বিকেল ৫টা, সন্ধ্যা ৭টা ও রাত সাড়ে ৮টায় এই নাটকের আরও তিনটি প্রদর্শনী শুরু হবে।