• ঢাকা বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
logo

নিজ বাসা থেকে পাকিস্তানি মডেলের মরদেহ উদ্ধার

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি অনলাইন

  ০২ সেপ্টেম্বর ২০১৮, ১৯:০৭

আনাম তানোলি, পাকিস্তানি ফ্যাশন মডেল। শনিবার লাহোরে নিজ বাসা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছে দেশটির পুলিশ। খবর খালিজ টাইমস।

দেশটির পুলিশ সূত্র জানায়, ২৬ বছরের ওই মডেলের বাসায় গিয়ে দেখা যায়, তিনি সিলিং ফ্যানের সঙ্গে ঝুলছেন। সেখান থেকে মরদেহ নামিয়ে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়। প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলে ধারনা করা হচ্ছে।

ওই মডেল দুই মাস আগে ইতালি থেকে পাকিস্তানে আসেন।

খালিজ টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, আনাম তানোলি মানসিকভাবে হতাশ হয়ে আত্মহত্যা করেছেন। এছাড়া ব্যক্তিগত ও পেশাগত সমস্যায় ভুগছিলেন।

এদিকে মরদেহটি ময়নাতদন্তের জন্য লাহোর জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে বলে ডন পত্রিকার এক প্রতিবেদনে জানা গেছে।

পুলিশ আরও জানায়, ফ্যাশন মডেল আনাম তানোলির মায়ের বক্তব্য রেকর্ড করা হয়েছে। আরও অনুসন্ধান চলছে।

আরও পড়ুন :

এপি/জেএইচ

মন্তব্য করুন

daraz
  • বিনোদন এর পাঠক প্রিয়
আরও পড়ুন
একদিন পর বাংলাদেশি যুবকের লাশ ফেরত দিলো বিএসএফ
জিম্মি জাহাজ উদ্ধার প্রসঙ্গে যা জানালেন পররাষ্ট্রমন্ত্রী
ধানখেতে পড়ে ছিল যুবকের মরদেহ
যুক্তরাষ্ট্রে সেতু দুর্ঘটনা : দুই মরদেহ উদ্ধার
X
Fresh