• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

সাজ্জাদ-প্রভার ‘তোমার আমার গল্প শেষে’

আরটিভি অনলাইন রিপোর্ট

  ২৯ আগস্ট ২০১৮, ১২:৪৮

বাড়ি ভাড়া নেয়ার পর থেকে সুমন বাড়িওয়ালার মেয়ে মাইশাকে পড়াতে শুরু করেন। ধীরে ধীরে সুমনের প্রতি দুর্বল হয়ে পড়ে মাইশা কিন্তু সুমন ভালোবাসে নীতাকে।

সুমন প্রথম থেকে মাইশাকে বোঝানোর চেষ্টা করছিল সম্পর্কটা সম্ভব না। মাইশা হাল ছাড়েনি। হঠাৎ একটা প্রোজেক্টের কাজ পাওয়ায় ব্যস্ত হয় সুমন।

নীতা পড়ানো শুরু করে মাইশাকে, ঘটনার সূত্রপাত সেখানেই। নীতা জেনে যায় সুমনের প্রতি মাইশার দুর্বলতার কথা। এরপর শুরু হয় দ্বন্দ্ব। সুমন চার্জ করে মাইশাকে। মাইশা মানসিকভাবে ভেঙে পড়ে।

আত্মহত্যাকেই সমাধানের পথ ভেবে নেয় মাইশা এবং সেই সিদ্ধান্ত এসএমএস-এর মাধ্যমে নিতাকে জানিয়ে দেয়। এসএমএস পাবার পরে অস্থির হয়ে যায় নীতা। নীতা এখন কী করবে? আর সুমনই বা কী করবে?

এমন সংকটের গল্প নিয়েই তৈরি হয়েছে ‘তোমার আমার গল্প শেষে’ নাটকটি। ইউসুফ আলি খোকন-এর রচনায় নাটকটি পরিচালনা করেছেন পরিচালনা করেছেন সাখাওয়াত মানিক।

প্রধান দুটি চরিত্রে অভিনয় করেছেন ইরফান সাজ্জাদ ও সাদিয়া জাহান প্রভা। বিভিন্ন চরিত্রে আরও অভিনয় করেছেন উষ্ণ, পীরজাদা হারুন প্রমুখ। নাটকটি আগামীকাল বৃহস্পতিবার রাত ৮টায় আরটিভিতে প্রচার শুরু হবে।

আরও পড়ুন :

এম/পি

মন্তব্য করুন

daraz
  • বিনোদন এর পাঠক প্রিয়
আরও পড়ুন
রেকর্ড উষ্ণতম ফেব্রুয়ারি দেখল বিশ্ব
‘বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধি ১.৫ ডিগ্রিতে সীমাবদ্ধ রাখতে হবে’
রেকর্ড উষ্ণতম জানুয়ারি পার করল বিশ্ব
আজ আলিঙ্গন দিবস
X
Fresh