• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo

ঈদের সপ্তম দিনে আরটিভির আয়োজন

আরটিভি অনলাইন রিপোর্ট

  ২৭ আগস্ট ২০১৮, ১৯:০৪
‘পাত্রী চাই না' নাটকের দৃশ্যে সালাহউদ্দিন লাভলু।

ঈদ-উল-আজহা উপলক্ষে আটদিনব্যাপী বর্ণাঢ্য অনুষ্ঠানমালা সাজিয়েছে দেশের জনপ্রিয় বেসরকারি টেলিভিশন চ্যানেল আরটিভি। ঈদের আগের দিন থেকে বিশেষ অনুষ্ঠান সম্প্রচারের উদ্যোগ নিয়েছে চ্যানেলটি।

এই আয়োজনে ৭ পর্বের তিনটি ধারাবাহিক, ৭টি এক খণ্ডের নাটক, ৭টি টেলিফিল্ম এবং ৭ দিনব্যাপী মোশাররফ করিম উৎসবে ৭টি একক নাটক প্রচার হচ্ছে। এছাড়া লাক্স ও গ্রামীণফোন নিবেদিত আরও ১৪টি নাটক প্রচারিত হচ্ছে চ্যানেলটিতে। তার পাশাপাশি প্রচার হচ্ছে বিশেষ অনুষ্ঠান।

ঈদের সপ্তম দিন (২৮ আগস্ট) মঙ্গলবার আরটিভির ঈদ আয়োজনে সকাল ১০টা ৫মিনিটে প্রচার হবে ‘সিসিমপুর’। ১০টা ৪০মিনিটে প্রচার হবে বাংলা ছায়াছবি ‘ভালোবাসলেই ঘর বাঁধা যায় না’। অভিনয় করেছেন শাকিব খান, অপু বিশ্বাস, রোমানা, আলীরাজ প্রমুখ।

দুপুর ২টা ১৫মিনিটে প্রচার হবে বাংলা ছায়াছবি ‘শুভ বিবাহ’। অভিনয় করেছেন রিয়াজ, অপু বিশ্বাস, ফেরদৌস প্রমুখ।

বিকেল ৫টা ২০মিনিটে প্রচার হবে বিশেষ অনুষ্ঠান ‘ডক্টর বাট ফ্যাক্টর’। প্রযোজনা করেছেন এম শামসুদ্দিন মিঠু।

সন্ধ্যা ৬টায় প্রচার হবে ৭ পর্বের ধারাবাহিক নাটক ‘আদর্শ স্বামী’। রচনায় সাজিন আহমেদ বাবু, পরিচালনা করেছেন মিলন ভট্টাচার্য্য। অভিনয় করেছেন জাহিদ হাসান, অপর্ণা ঘোষ, কাজী উজ্জ্বল, শিখা খান মৌ, নিকুল কুমার মণ্ডল, স্বর্ণা প্রমুখ।

জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিমকে নিয়ে আগের ধারাবাহিকতায় এবারও আরটিভির পর্দায় প্রচার হচ্ছে ‘মোশাররফ উৎসব’। সাতদিনব্যাপী মোশাররফ উৎসব প্রচার হচ্ছে ঈদের দিন থেকে প্রতিদিন রাত ৭টা ৫মিনিটে। চলবে সপ্তম দিন পর্যন্ত।

‘মোশাররফ উৎসব’-এ ঈদের সপ্তম দিন রাত ৭টা ৫মিনিটে প্রচার হবে নাটক ‘গৃহশিক্ষক দিচ্ছি নিচ্ছি’। পরিচালনা করেছেন তারিক হাসান। অভিনয় করেছেন মোশাররফ করিম, জান্নাতুল পিয়া, তারেক স্বপন প্রমুখ।
-------------------------------------------------------
আরও পড়ুন : এবার জুটি শাহরুখের ছেলে আর শ্রীদেবীর মেয়ে
-------------------------------------------------------

৭টা ৫০মিনিটে প্রচার হবে ৭ পর্বের ধারাবাহিক নাটক ‘হোয়াট ইজ লাভ’। রচনা ও পরিচালনা করেছেন সাফায়েত মনসুর রানা। অভিনয় করেছেন জন কবির, অপর্ণা ঘোষ, মিশু সাব্বির, সোনিয়া হোসেন, ইরফান সাজ্জাদ, সাবিলা নূর, সাফায়েত মনসুর রানা প্রমুখ।

৮টা ৩০মিনিটে প্রচার হবে একক নাটক ‘পাত্রী চাই না’। রচনায় মারুফ রেহমান। পরিচালনা করেছেন মারুফ মিঠু। অভিনয় করেছেন সালাহউদ্দিন লাভলু, সাদিয়া জাহান প্রভা, সুজাতা প্রমুখ।

৯টা ৩৫মিনিটে প্রচার হবে ৭ পর্বের ধারাবাহিক নাটক ‘মাহিনের রূপবান বিয়ে’। রচনা ও পরিচালনা করেছেন সাগর জাহান। অভিনয় করেছেন মোশাররফ করিম, নুসরাত ইমরোজ তিশা, নাদিয়া নদী, আ খ ম হাসান, ফারুক আহমেদ প্রমুখ।

১১টা ৫মিনিটে প্রচার হবে গ্রামীণফোন নিবেদিত এই সময়ের গল্প ‘কান কথা’। পরিচালনা করেছেন সাজ্জাদ হোসেন দোদুল। অভিনয় করেছেন রওনক হাসান, তানিয়া বৃষ্টি প্রমুখ।

১১টা ৪৫মিনিটে প্রচার হবে টেলিফিল্ম ‘গোলমেলে কাঠমন্ডু’। রচনা ও পরিচালনা করেছেন অঞ্জন আইচ। অভিনয় করেছেন জোভান, মনোজ কুমার, আজমেরী আশা, নাবিলা ইসলাম, টুটুল চৌধুরী প্রমুখ।

আরও পড়ুন :

পিআর/পি

মন্তব্য করুন

daraz
  • বিনোদন এর পাঠক প্রিয়
আরও পড়ুন
আরটিভিতে আজ যা দেখবেন
ঈদের সপ্তম দিন আরটিভিতে যা দেখবেন
ঈদের ষষ্ঠ দিন আরটিভিতে যা দেখবেন
ঈদের পঞ্চম দিন আরটিভিতে যা দেখবেন
X
Fresh