• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo

কলকাতায় টিভি সিরিয়ালের শুটিং বন্ধ, মমতার সঙ্গে বৈঠক

বিনোদন ডেস্ক, আরটিভি অনলাইন

  ২৩ আগস্ট ২০১৮, ১২:৩৩
ছবি: সংগৃহীত

কলকাতায় টিভি সিরিয়ালের শুটিং বন্ধ থাকার কারণে বিপাকে পড়েছে টেলিভিশন চ্যানেল কর্তৃপক্ষ। গত ১৮ আগস্ট থেকে থেকে টেলিভিশন পাড়ায় শুটিং বন্ধ রয়েছে। এতে চরম অচলাবস্থা তৈরি হয়েছে ইন্ডাস্ট্রিতে। আর্টিস্ট ফোরাম এবং প্রযোজকদের দফায় দফায় বৈঠকের পর বুধবারও কোনও সমাধান হয়নি।

টেলিভিশন চ্যানেল কর্তৃপক্ষের কাছে বেশিরভাগ ধারাবাহিকেরই কোনও নতুন এপিসোড জমা পড়েনি। ফলে এই অচলাবস্থায় কর্তৃপক্ষ পুরনো এপিসোড পুনরায় দেখাতে বাধ্য হচ্ছেন। এই পরিস্থিতিতে এবার সরাসরি হস্তক্ষেপ করছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

আজ বৃহস্পতিবার বিকেল ৪ টায় সংশ্লিষ্ট সব পক্ষের সঙ্গে বৈঠক করবেন তিনি। প্রয়োজনে সরকার কঠোর নির্দেশ জারি করতে পারে বলেও জানা গেছে। খবর আনন্দবাজার।

এর আগে বৃহস্পতিবার বেলা ১১টায় টালিগঞ্জের টেকনিশিয়ান্স স্টুডিওতে রাজ্যের তথ্য-সংস্কৃতি দপ্তরের পক্ষে বৈঠক ডাকা হয়েছিল। রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাসের তাতে থাকার কথা ছিল। সেই বৈঠক বাতিল করে মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপের মাধ্যমে সমাধানে পৌঁছনো যাবে বলে সব পক্ষই আশাবাদী।

-------------------------------------------------------
আরও পড়ুন : ঈদের দ্বিতীয় দিনে আরটিভির আয়োজন
-------------------------------------------------------

আর্টিস্ট ফোরামের সহ-সভাপতি অরিন্দম গঙ্গোপাধ্যায় বলেন, ‘আশা করি, ইতিবাচক কিছু ঘটবে।’ শ্রীকান্ত বলেন, ‘আশা করছি, আলোচনার টেবিলেই সমস্যা মিটে যাবে।’

এর আগে ৭ জুলাই অরূপ বিশ্বাসের মধ্যস্থতায় প্রযোজকদের সংগঠন ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব টেলিভিশন প্রোডিউসার (ডব্লিউএটিপি) এবং শিল্পীদের সংগঠন, পশ্চিমবঙ্গ মোশন পিকচার্স আর্টিস্টস ফোরাম (ডব্লিউবিএমপিএএফ)-এর পক্ষে যৌথভাবে কিছু সিদ্ধান্ত নেওয়া হয়।

তার মধ্যে শিল্পী-কলাকুশলীদের বকেয়া টাকা পরিশোধ করা এবং কাজের সময় ১০ ঘণ্টায় বেঁধে দেওয়া ছিল অন্যতম। এদিকে টানা পাঁচ দিন শুটিং বন্ধ থাকায় বেশ কয়েকটি টিভি সিরিয়ালের স্লটেই পুরনো পর্বের ‘রিপিট’ চলছে। এবার মমতার হস্তক্ষেপে এই পরিস্থিতির সমাধান হতে পারে বলে আশা করছেন উভয় পক্ষ।

আরও পড়ুন :

পিআর/এমকে

মন্তব্য করুন

daraz
  • বিনোদন এর পাঠক প্রিয়
X
Fresh