• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

ঈদের দ্বিতীয় দিনে আরটিভির আয়োজন

আরটিভি অনলাইন রিপোর্ট

  ২২ আগস্ট ২০১৮, ১৯:২০
‘মিসটেক’ টেলিফিল্মের দৃশ্যে জাহিদ হাসান ও তিশা।

ঈদুল আজহা উপলক্ষে আটদিনব্যাপী বর্ণাঢ্য অনুষ্ঠানমালা সাজিয়েছে দেশের জনপ্রিয় বেসরকারি টেলিভিশন চ্যানেল আরটিভি। ঈদের আগের দিন থেকে বিশেষ অনুষ্ঠান সম্প্রচারের উদ্যোগ নিয়েছে চ্যানেলটি।

এই আয়োজনে ৭ পর্বের ৩টি ধারাবাহিক, ৭টি এক খণ্ডের নাটক, ৭টি টেলিফিল্ম এবং ৭ দিনব্যাপী মোশাররফ করিম উৎসবে ৭টি একক নাটক প্রচার হবে। এছাড়া লাক্স ও গ্রামীণফোন নিবেদিত আরও ১৪টি নাটক প্রচারিত হবে চ্যানেলটিতে। তার পাশাপাশি প্রচার হবে বিশেষ অনুষ্ঠান।

ঈদের দ্বিতীয় দিন (২৩ আগস্ট) বৃহস্পতিবার সকাল ১০টা ৫ মিনিটে প্রচার হবে ‘সিসিমপুর’। ১০টা ৪০ মিনিটে বাংলা ছায়াছবি ‘এক মন এক প্রাণ’। অভিনয় করেছেন শাকিব খান, অপু বিশ্বাস প্রমুখ।

-------------------------------------------------------
আরও পড়ুন : বন্যার্তদের জন্য কাঁদলেন সালমান খান
-------------------------------------------------------

দুপুর ২টা ১৫ মিনিটে বাংলা ছায়াছবি ‘হারায়ে খুঁজি’। চিত্রনাট্য লিখেছেন অশোক বসু এবং পরিচালনা করেছেন অর্ণব পাল। অভিনয় করেছেন শ্রীলেখা মিত্র, কৃষ্ণকুমার মুখার্জী, সাফা কবির, তৌসিফ মাহবুব, দ্বৈপায়ন চক্রবর্তী, প্রিয়াংকা প্রমুখ।

বিকেল ৫টা ২০ মিনিটে প্রচার হবে নৃত্যানুষ্ঠান ‘ড্যান্স ইউনিভার্স’। অংশগ্রহণ করেছেন মেহজাবীন চৌধুরী, তানজিন তিশা, সাবিলা নূর, সাফা কবির, টয়া প্রমুখ। প্রযোজনা করেছেন সোহেল রানা বিদ্যুত।

সন্ধ্যা ৬টায় প্রচার হবে ৭ পর্বের ধারাবাহিক নাটক ‘আদর্শ স্বামী’। রচনা সাজিন আহমেদ বাবু, পরিচালনা মিলন ভট্টাচার্য্য। অভিনয় করেছেন জাহিদ হাসান, অপর্ণা ঘোষ, কাজী উজ্জ্বল, শিখা খান মৌ, নিকুল কুমার মণ্ডল, স্বর্ণা প্রমুখ।

জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিমকে নিয়ে আগের ধারাবাহিকতায় এবারও আরটিভির পর্দায় প্রচার হবে ‘মোশাররফ উৎসব’। সাতদিনব্যাপী মোশাররফ উৎসব প্রচার হচ্ছে ঈদের দিন থেকে সপ্তমদিন পর্যন্ত প্রতিদিন রাত ৭টা ৫মিনিটে। এই আয়োজনে ঈদের দ্বিতীয় দিন রাত ৭টা ৫মিনিটে প্রচার হবে নাটক ‘ক্যারিয়ার’। রচনা : ফজলুল সেলিম, চিত্রনাট্য ও পরিচালনা : শামীম জামান। অভিনয় করেছেন মোশাররফ করিম, তারিন প্রমুখ।

রাত ৭টা ৫০ মিনিটে প্রচার হবে ৭ পর্বের ধারাবাহিক নাটক ‘হোয়াট ইজ লাভ’। রচনা ও পরিচালনা করেছেন সাফায়েত মনসুর রানা। অভিনয় করেছেন জন কবির, অপর্ণা ঘোষ, মিশু সাব্বির, সোনিয়া হোসেন, ইরফান সাজ্জাদ, সাবিলা নূর, সাফায়েত মনসুর রানা প্রমুখ।

রাত ৮টা ৩০ মিনিটে প্রচার হবে একক নাটক ‘কতদিন পরে হলো দেখা’। রচনা ও পরিচালনা করেছেন মাবরুর রশিদ বান্নাহ। অভিনয় করেছেন জিয়াউল ফারুক অপূর্ব, মেহজাবীন চৌধুরী প্রমুখ। রাত ৯টা ৩৫ মিনিটে প্রচার হবে ৭ পর্বের ধারাবাহিক নাটক ‘মাহিনের রূপবান বিয়ে’। রচনা ও পরিচালনা করেছেন সাগর জাহান। অভিনয় করেছেন মোশাররফ করিম, নুসরাত ইমরোজ তিশা, নাদিয়া নদী, আ খ ম হাসান, ফারুক আহমেদ প্রমুখ।

রাত ১১টা ৫ মিনিটে প্রচার হবে গ্রামীনফোন নিবেদিত এই সময়ের গল্প ‘ঢাকাইয়া কোরবানি’। পরিচালনা করেছেন ইমেল হক। অভিনয় করেছেন মীর সাব্বির, আরফান আহমেদ, দিলরুবা দোয়েল, আইরিন আফরোজ প্রমুখ। রাত ১১টা ৪৫ মিনিটে প্রচার হবে টেলিফিল্ম ‘মিসটেক’। রচনা: মেহরাব জাহিদ, পরিচালনা করেছেন জাকিউল ইসলাম রিপন। অভিনয় করেছেন জাহিদ হাসান, নুসরাত ইমরোজ তিশা, নয়ন, নিকুল কুমার মণ্ডল প্রমুখ।

আরও পড়ুন :

পিআর/ এমকে

মন্তব্য করুন

daraz
  • বিনোদন এর পাঠক প্রিয়
আরও পড়ুন
আরটিভিতে আজ যা দেখবেন
আরটিভির মাধ্যমে সংগীত পরিচালনায় নাম লেখালেন জিকো
প্রেডিক্ট এবং উইন গিফটস প্রতিযোগিতার পুরস্কার বিতরণ
আরটিভিতে আজ যা দেখবেন
X
Fresh