• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo

'মুখোশ মানুষ'র ট্রেইলার, সমালোচনার ঝড়

আরটিভি অনলাইন রিপোর্ট

  ১৭ নভেম্বর ২০১৬, ১৫:১৮

আলোচিত ছবি 'মুখোশ মানুষ'র ট্রেইলার নিয়ে সমালোচনার ঝড় উঠেছে। ১৬ নভেম্বর ইউটিউবে ট্রেইলারটি প্রকাশ হয়।

সাইবার ক্রাইম নিয়ে তৈরি ছবির ট্রেইলারে অভিনেতা-অভিনেত্রীদের ব্যাপক অন্তরঙ্গভাবে দেখা গেছে। সঙ্গে খুন ও অত্যাচারের দৃশ্য।

ছবির প্রধান তিনটি চরিত্রে অভিনয় করেছেন নওশীন, হিল্লোল ও কল্যাণ।

এ তিন তারকার অন্তরঙ্গ দৃশ্যে বেশ উষ্ণতা ছড়িয়েছে অনলাইনে। অনেকেই ট্রেইলারটি দেখার পর ইউটিউবে কমেন্ট করেন।

কেউ লিখেছেন, এসব অন্তরঙ্গ দৃশ্যে জুড়ে দেয়া হয়েছে শুধু মাত্র ছবির ব্যবসায়িক উদ্দেশ্যে। তবে এ উদ্দেশ্য সফল হবেনা। অভিনেতা-অভিনেত্রীদের সমালোচনা করতেও ছাড়েননি। সমালোচনার তীর উঠেছে নওশীন ও হিল্লোলের দিকেই।

অনেকেই লিখেছেন, ছবির মুক্তি পর্যন্ত অপেক্ষা করতে। তাদের মতে সাইবার ক্রাইম নির্ভর ছবির গল্পটি মনজয় করবে সবার।

'মুখোশ মানুষ'-দ্য ফেইক পরিচালনা করেছেন ইয়াসির আরাফাত জুয়েল।

সাধারণ মানুষের প্রতিক্রিয়ার ব্যাপারে পরিচালক আরটিভি অনলাইনকে বললেন, সমালোচনা করার অধিকার সবারই আছে। তবে সেসব নিয়ে আমি কিছু বলতে চাই না। সবাই হলে এসে ছবি দেখা পর সমালোচনা করুন। ওই দৃশ্যেগুলো কোন প্রেক্ষাপটে রাখা হয়েছে তা ছবি না দেখলে বোঝা কঠিন হবে। যদিও একেক জনের দেখার দৃষ্টি একেক রকম।

১৬ ডিসেম্বর বিজয় দিবসে এমন যৌনতায় ভরা ছবি মুক্তি নিয়েও বিতর্ক চলছে।

এ ব্যাপারে জুয়েল বললেন, ১৬ ডিসেম্বর উৎসবের দিন। মানুষের কাছে সময়ও থাকে। আর শুক্রবার ফ্যাক্টরটাও কাজ করেছে। যেহেতু আমাদের দেশে শুক্রবারের ছবি মুক্তি দিতে হবে এমন একটি নিয়ম রয়েছে। তাই এ দিনকেই বেছে নিয়েছি।

২০ থেকে ২৫ টি প্রেক্ষাগৃহে ছবি মুক্তির পরিকল্পনা রয়েছে জানালেন পরিচালক।

শুরু ছবিটি স্বল্পদৈর্ঘ্য হিসেবে তৈরি হয়। এরপর একটি ট্রেইলার ইউটিউবে প্রকাশ হবার পর হৈচৈ ফেলে। তারপর পূর্ণদৈঘ্য ছবি হিসেবে তৈরি করা হয়।

এইচএম

মন্তব্য করুন

daraz
  • বিনোদন এর পাঠক প্রিয়
X
Fresh