• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

‘মাখন মিয়ার শিক্ষিত বউটা’

আরটিভি অনলাইন রিপোর্ট

  ২০ আগস্ট ২০১৮, ১৯:৫৭

মাখন মিয়া একজন ব্যবসায়ী। সে ব্যবসার কোনও হিসাব রাখতে পারে না। মোবাইলে কারও নাম সেভ বা ডায়াল করতে পারে না।

বাজার থেকে ছোট মাছ কিনলেও সেটা হিসাব করে ঠিক মতো টাকা দিতে পারে না, বেশি দিয়ে চলে আসে। গ্রামের লোকজন তাকে বকলম বলে ডাকে। একবার দোকানে বাকি পায় এমন একজনকে ফোন দিতে গিয়ে তার শ্বশুরকে ফোন দিয়ে অনেক গালিগালাজ করেন।

এতে বউ চম্পাকলি মাখনের সঙ্গে অনেক রাগ করেন। সে রাগ করে মাখনের বাড়ি থেকে চলে যেতে চায়। কিন্তু মাখন তাকে যেতে দেয়নি। মাখন এক পর্যায়ে চম্পাকলিকে বলে তুমি ইন্টারমিডিয়েট পাশ মেয়ে, আর তোমার স্বামী একটা বকলম। আমি একটা সিদ্ধান্ত নিয়েছি যে, আমি পড়াশোনা করবো, স্কুলে ভর্তি হবো।

তখন চম্পাকলিও বলে আমিও তো বাসায় সারাদিন বসে থাকি তেমন কাজ কর্ম নাই, আমিও তাহলে ডিগ্রি পরীক্ষাটা দিয়ে ফেলি। এক পর্যায়ে মাখন স্কুলে ভর্তি হয়। আর চম্পাকলি ডিগ্রিতে ভর্তি হয়। চম্পাকলি কলেজে গেলেই শুরু হয় নতুন করে সংসারে অশান্তি। ঘটে নানান ধরনের ঘটনা। এমন গল্প নিয়েই নির্মিত হয়েছে ঈদের একক নাটক ‘মাখন মিয়ার শিক্ষিত বউটা’।

নাটকটি রচনা ও পরিচালনা করেছেন জনপ্রিয় নির্মাতা সাগর জাহান। প্রধান দুটি চরিত্রে অভিনয় করেছেন জাহিদ হাসান ও নুসরাত ইমরোজ তিশা।

নাটকটি ঈদের ৫ম দিন রাত ৮টা ৩০ মিনিটে বেসরকারি টেলিভিশন চ্যানেল আরটিভিতে দেখানো হবে।

এম/পিআর

মন্তব্য করুন

daraz
  • বিনোদন এর পাঠক প্রিয়
আরও পড়ুন
পায়ুপথে ৭০ লাখ টাকার সোনা!
যুক্তরাষ্ট্রের জার্সিতে অভিষেক হতে যাচ্ছে অ্যান্ডারসনের
আগামী ২৪ ঘণ্টায় ঢাকাসহ চার বিভাগে ঝড়-বৃষ্টির আভাস
চট্টগ্রামে ঈদে নতুন নোট পাওয়া যাবে ব্যাংকের যেসব শাখায়
X
Fresh