• ঢাকা শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
logo

ঈদে এফডিসিতে ৩টি গরু কুরবানি দেবে শিল্পী সমিতি

আরটিভি অনলাইন রিপোর্ট

  ১৬ আগস্ট ২০১৮, ১৯:২৭

এবারের কুরবানি ঈদে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির পক্ষ থেকে ৩টি গরু কুরবানি দেয়া হবে। শিল্পী সমিতির সাধারণ সম্পাদক জায়েদ খান জানিয়ছেন, কুরবানির গোশত বিতরণে অসচ্ছল শিল্পীরা প্রাধান্য পেলেও, সচ্ছল শিল্পীদের বাড়িতেও তা পৌঁছে দেয়া হবে। এছাড়া সেমাই ও পোলাওয়ের চালও দেয়া হবে।

জায়েদ খান বলেন, ‘গত ঈদে আমরা শিল্পী সমিতির পক্ষ থেকে অসচ্ছল শিল্পীদের মাঝে একটা সম্মানজনক অর্থ দিয়েছিলাম। এতে করে যেন তারা নিজেদের পছন্দ মতো কেনাকাটা করতে পারে। এবার ঈদে এফডিসিতে তিনটি গরু কুরবানি দেয়ার সিদ্ধান্ত নেয়া হয়েছে। কোনও সাহায্যের উদ্দেশ্যে নয়, শিল্পীদের ভেতরে সম্প্রীতি আরও মজবুত করতেই এই কুরবানি। গরুর মাংস আমাদের চলচ্চিত্র শিল্পীদের মাঝে বিতরণ করা হবে। আমরা সবাই ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতে চাই।’
------------------------------------------------------------------
আরও পড়ুন : পূর্ণিমার অতিথি নায়ক ফারুক
------------------------------------------------------------------

তিনি আরও বলেন, ‘এই ঈদে তালিকাভুক্ত শিল্পীদের বাসায় মাংস, সেমাই, চিনি ও পোলাওয়ের চাল শিল্পী সমিতির পক্ষ থেকে পৌঁছে দেয়া হবে। কাউকে এফডিসিতে এসে মাংস সংগ্রহ করতে হবে না। ৩টি পিকআপ ট্রাক রাখা থাকবে। দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিরা চলচ্চিত্র শিল্পীদের বাসায় এসব পৌঁছে দেবেন।’

এছাড়া চিত্রনায়িকা পরীমনিও অসচ্ছল শিল্পীদের জন্য দুটি গরু কুরবানি দেবে বলে জানা গেছে।

রও পড়ুন :

এম/ এমকে

মন্তব্য করুন

daraz
  • বিনোদন এর পাঠক প্রিয়
আরও পড়ুন
মিশা-ডিপজলকে জয়ের মালা পরিয়ে দিলেন নিপুণ (ভিডিও)
শিল্পী সমিতির নির্বাচনে জিতে যা বললেন মিশা সওদাগর
নির্বাচনে জিতে যা বললেন ডিপজল (ভিডিও) 
নির্বাচনে হেরে যা বললেন নিপুণ
X
Fresh