• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

‘লিখে দিলাম জীবনটা’

আরটিভি অনলাইন রিপোর্ট

  ১৬ আগস্ট ২০১৮, ১৩:৫৩

মলি আর রাশেদ হানিমুন করতে মালদ্বীপে এসেছে। মলি অনেক আধুনিক নারী, অপরদিকে রাশেদ একজন মেধাবী ছাত্র। বুয়েট থেকে ইঞ্জিনিয়ারিং শেষ করে একটা প্রাইভেট ফার্মে বেশি বেতনে চাকরি করলেও স্বভাবে তার আধুনিকতার ছাপ নেই।

রাশেদকে বিয়ে করতে চায়নি মলি। কিন্তু বড় বোন প্রেম করে বিয়ে করে একটা কেলেঙ্কারি ঘটনা ঘটিয়ে দেবার পর পরিবারের আর একমাত্র সন্তান হিসেবে তার প্রেম করে বিয়ে করার রাস্তাটা বন্ধ হয়ে যায়।
--------------------------------------
আরও পড়ুন : সেলুলয়েডে বঙ্গবন্ধু
--------------------------------------

বাবা মা-এর আগ্রহে রাশেদকে বিয়ে করে মলি। কিন্তু মনেপ্রাণে রাশেদকে স্বামী হিসেবে মেনে নিতে পারছে না। মলির বোন রেহানা ব্যাপারটা বুঝতে পেরে তাদেরকে মালদ্বীপের একটা ট্যুর প্যাকেজ-এর টিকেট করে দেয়। অনেকটা বাধ্য হয়েই বিয়ের পরপরই হানিমুনে চলে আসতে হয় মলির।

রাশেদ এর চোখে মলিই পৃথিবীর সবচাইতে সুন্দরী মেয়ে। এরকম বউ পাগল ছেলেদের মলির আরও অপছন্দ। মলির মতে, ছেলেদের আলাদা একটা পার্সোনালিটি থাকা প্রয়োজন। রাশেদ মলির মন জুগিয়ে চলতে গিয়ে নানারকম উদ্ভট কাজ করে বসে। মলি তাতে আরও রেগে যায়। হিতে বিপরীত হয়।

এগিয়ে যেতে থাকে গল্প। আর এমন গল্পেই তৈরি হয়েছে একক নাটক ‘লিখে দিলাম জীবনটা’।

মাহাদি হাসানের রচনায় নাটকটি পরিচালনা করেছেন সাখাওয়াত মানিক। অভিনয় করেছেন ইমন, স্পর্শিয়া, সাজ্জাদ রেজা প্রমুখ।

আরটিভিতে নাটকটি প্রচার হবে আগামীকাল শুক্রবার রাত ৮টায়।


আরও পড়ুন :

এম/পিআর

মন্তব্য করুন

daraz
  • বিনোদন এর পাঠক প্রিয়
আরও পড়ুন
গুরুতর আহত ইমন
তারকাশূন্য শিল্পী সমিতির বনভোজন, সদস্যপদ ঘিরে ক্ষোভ
মাহির সর্বনাশ করেছ, আমার সঙ্গে লাগতে এসো না : ইমনকে ডি এ তায়েব
বিয়ে করলেন স্পর্শিয়া, পাত্র কে?
X
Fresh