• ঢাকা বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
logo

সেলিম আল দীনের জন্মবার্ষিকীতে স্বপ্নদলের আয়োজন

আরটিভি অনলাইন রিপোর্ট

  ১৫ আগস্ট ২০১৮, ১৮:০১
ছবি: সংগৃহীত

নাট্যাচার্য সেলিম আল দীনের ৬৯তম জন্মবার্ষিকী ১৮ আগস্ট। এ উপলক্ষে দুই দিনব্যাপী স্মরণ অনুষ্ঠান আয়োজন করেছে নাট্য সংগঠন স্বপ্নদল। রাজধানীর সেগুনবাগিচাস্থ জাতীয় নাট্যশালায় আগামী ১৭ ও ১৮ আগস্ট এই আয়োজন অনুষ্ঠিত হবে।

এবারের আয়োজনের স্লোগান ঠিক করা হয়েছে ‘সেলিম আল দীন সতত অনিবার্য রয়, বাঙলা নাট্যের শিল্পসুধা বিশ্ব করবে জয়’।

স্বপ্নদল প্রধান জাহিদ রিপন জানান, নাট্যাচার্যকে নিয়ে স্বপ্নদলের নিয়মিত উৎসবের ১৮তম আসর এবার অনুষ্ঠিত হবে। এবারের আয়োজনে স্বপ্নদলের নাট্যপ্রযোজনা ‘ত্রিংশ শতাব্দী’ ও ‘হরগজ’ মঞ্চায়নসহ থাকবে আলোচনা অনুষ্ঠান, সমাধিতে পুষ্পার্ঘ্য অর্পণ।

শুক্রবার (১৭ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৬ টায় নাট্যশালার স্টুডিও থিয়েটার হলে উৎসবের উদ্বোধন করবেন মঞ্চসারথি আতাউর রহমান। এদিন সন্ধ্যা ৭ টায় মঞ্চায়িত হবে বাদল সরকারের মূলরচনা অবলম্বনে জাহিদ রিপনের রূপান্তর ও নির্দেশনায় নাটক ‘ত্রিংশ শতাব্দী’।