• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

ছেলের কোন আবদারে কানাডায় গেলেন ববিতা?

আরটিভি অনলাইন রিপোর্ট

  ৩০ জুলাই ২০১৮, ১২:৪৬
ছবি: সংগৃহীত

দেশের বরেণ্য অভিনয় শিল্পী ফরিদা আক্তার ববিতার জন্মদিন আজ। ১৯৫৩ সালের ৩০ জুলাই তিনি বাগেরহাট জেলায় জন্মগ্রহণ করেন। আজকের এই দিনে ৬৫ বছরে পা রাখতে চলেছেন তিনি।

এবারের জন্মদিন ছেলে অনিকের সঙ্গে কাটাতে কানাডা গিয়েছেন এই তারকা। ববিতার একমাত্র ছেলে অনিক কানাডায় ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে মাস্টার্স শেষ করে বর্তমানে সেখানের একটি প্রতিষ্ঠানে কনসালট্যান্ট হিসেবে কাজ করছেন।

ববিতা জানান, গত দুই জন্মদিন দেশেই ছিলেন তিনি। এজন্য ছেলের ভীষণ মন খারাপ। এবার ছেলের আবদার মেটাতে মাকে হাজির হতে হয়েছে কানাডায়। আগামী অক্টোবর মাসের শেষের দিকে দেশে ফিরবেন তিনি।

--------------------------------------------------------
আরও পড়ুন : ৪৫ বছরে ঢাকা থিয়েটার
--------------------------------------------------------

১৯৬৮ সালে প্রখ্যাত নির্মাতা জহির রায়হানের ‘সংসার’সিনেমায় শিশুশিল্পী হিসেবে অভিনয় করেন ববিতা। এপর্যন্ত তিনি প্রায় ২৭০টির মতো চলচ্চিত্রে অভিনয় করেছেন।

সবশেষ ‘পুত্র এখন পয়সাওয়ালা’ ছবিতে তাকে অভিনয় করতে দেখা গেছে। সত্যজিৎ রায়ের ‘অশনি সংকেত’ চলচ্চিত্রের মাধ্যমে আন্তর্জাতিক অঙ্গনে প্রশংসিত হন তিনি। বাংলা চলচ্চিত্রে বিশেষ অবদান রাখার জন্য সম্প্রতি ‘জাতীয় চলচ্চিত্র পুরস্কার ২০১৬’-এ আজীবন সম্মাননা পেয়েছেন।

এর আগে ১৯৭৬ সালে জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রবর্তনের পর টানা তিনবার শ্রেষ্ঠ অভিনেত্রীর পুরস্কার জেতেন। এছাড়া ১৯৮৬ সালে আরেকবার শ্রেষ্ঠ অভিনেত্রী, ১৯৯৭ সালে শ্রেষ্ঠ প্রযোজক এবং ২০০৩ ও ২০১৩ সালে দুইবার শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেত্রীর পুরস্কার লাভ করেন।

আরও পড়ুন :

পিআর/সি

মন্তব্য করুন

daraz
  • বিনোদন এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ভুল চিকিৎসায় উনিশেই পরপারে আমিরের ‘দঙ্গল’ কন্যা
মৃত মায়ের স্বপ্ন পূরণে চোখ মুছতে মুছতে পরীক্ষা দেন ববিতা
X
Fresh