• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

১০০ মিনিট আবৃত্তি করবেন জয়ন্ত চট্টোপাধ্যায়

পাভেল রহমান, আরটিভি অনলাইন

  ২৬ জুলাই ২০১৮, ১১:৪১
ছবি: সংগৃহীত

একাধারে আবৃত্তি ও অভিনয়শিল্পী হিসেবে আন্তর্জাতিকভাবে খ্যাতি অর্জন করেছেন জয়ন্ত চট্টোপাধ্যায়। প্রায় দুই দশক পর অনুষ্ঠিত হতে যাচ্ছে তাঁর একক আবৃত্তি অনুষ্ঠান।

আগামী ২৮ জুলাই, শনিবার সন্ধ্যায় রাজধানীর সেগুনবাগিচাস্থ জাতীয় নাট্যশালার মূল মিলনায়তনে অনুষ্ঠিত হবে জয়ন্ত চট্টোপাধ্যায়ের একক আবৃত্তি অনুষ্ঠান। ‘অরূপ তোমার বাণী’ শিরোনামে এই আয়োজন সাজিয়েছে আবৃত্তি সংগঠন ‘হরবোলা’।

২০ বছর পূর্তি উপলক্ষে ‘হরবোলার এক কুড়ি’ শিরোনামে বছরব্যাপী নানা আয়োজন সাজিয়েছে সংগঠনটি। এরই অংশ হিসেবে ‘অরূপ তোমার বাণী’ শিরোনামে জয়ন্ত চট্টোপাধ্যায়ের একক আবৃত্তি অনুষ্ঠান হতে যাচ্ছে।

‘হরবোলা’র পরিচালক মজুমদার বিপ্লব আরটিভি অনলাইনকে জানান, ‘পুরো আয়োজনটি টিকিটের বিনিময়ে উপভোগ করতে পারবেন দর্শক-শ্রোতা। টিকিটের মূল্য রাখা হয়েছে ২০০ ও ১০০ টাকা। সন্ধ্যা সাড়ে ৭টায় আবৃত্তি অনুষ্ঠানটি শুরু হবে।’

--------------------------------------------------------
আরও পড়ুন :জয়ার পরিবর্তে সৃজিতের সঙ্গে স্বস্তিকা
--------------------------------------------------------

বৃহস্পতিবার সকালে আরটিভি অনলাইনকে তিনি বলেন, ‘এক সময় তো সারাদেশে ঘুরে ঘুরে আবৃত্তি করেছি। ১৯৭৭ সালে বাংলাদেশে প্রথম টিকিটের বিনিময়ে আবৃত্তি অনুষ্ঠান করেছি। এছাড়া বিদেশে আমার ১২টির মতো একক আবৃত্তি অনুষ্ঠান হয়েছে। নিয়মিতভাবে বিভিন্ন অনুষ্ঠানে আবৃত্তি করার জন্য আমন্ত্রণ তো আসেই।’

তিনি আরও বলেন, ‘হরবোলা থেকে বিপ্লব (মজুমদার বিপ্লব) আমাকে যখন বললো, শুরুতে রাজি হয়নি। এখন তাদের কথা দিয়েছি। অনেক দিন পর দীর্ঘ সময় ধরে আবৃত্তি করব। তা প্রায় ১৫/২০ বছর পর এমন একটি অনুষ্ঠানের মঞ্চে আসছি। আশা করছি, দেড় থেকে পৌনে দুই ঘন্টার মতো আবৃত্তি করবো। বলা চলে, প্রায় ১০০ মিনিট আবৃত্তি করব।’

আরও পড়ুন :

পিআর /এসআর

মন্তব্য করুন

daraz
  • বিনোদন এর পাঠক প্রিয়
X
Fresh