• ঢাকা বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১
logo

আইসিইউ থেকে কেবিনে মিতা হক

আরটিভি অনলাইন রিপোর্ট

  ২৫ জুলাই ২০১৮, ১৭:৫৩
ছবি সংগৃহীত

দেশের প্রখ্যাত সঙ্গীতশিল্পী মিতা হক শারীরিক অসুস্থতা নিয়ে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তার শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হয়েছে বলে আরটিভি অনলাইনকে জানিয়েছেন মিতা হকের মেয়ে জয়িতা।

তিনি বলেন, ‘মায়ের পুরোপুরি সুস্থ হতে কিছুটা সময় লাগবে। এই মুহূর্তে তার বিশ্রামে থাকার পরামর্শ দিয়েছেন চিকিৎসক। তিনি এখন হাসপাতালের কেবিনে চিকিৎসাধীন রয়েছেন।’

-------------------------------------------------------------------------------------------
আরও পড়ুন : এক অংক সুদেই ২১ হাজার ৮০০ কোটি টাকার ঋণ পাবেন কৃষকরা
------------------------------------------------------------------------------------------

জয়িতা সবার উদ্দেশ্যে বলেন, ‘সবার কাছে অনুরোধ, আপনারা যারা দুশ্চিন্তা করছেন, তারা মায়ের জন্য শুভাশীষ দিন। আপনাদের প্রার্থনায় মা-কে রাখুন। সেটা জরুরি। আপাতত, তাকে দেখতে আসাটা জরুরি নয়। পুরোপুরি সুস্থ হতে হলে এই সময়টুকু তাকে আলাদাভাবে রাখতে হবে। সবার সহযোগিতা চাই।’

মিতা হকের অসুস্থতা প্রসঙ্গে জয়িতা বলেন, ‘গত তিন বছর ধরে মা ‘ডায়েলিসিস’ নিচ্ছেন। গত ১৮ জুলাই জ্বরে আক্রান্ত হলে হাসপাতালে নিয়ে কিছু পরীক্ষা-নীরিক্ষার পর জানতে পারি, তার নিউমোনিয়া এবং ডেঙ্গু জ্বর হয়েছে। ডায়েলাইসিসের রোগী হওয়ায় যে কোনও রোগই চিকিৎসার জন্য কঠিন। সেজন্য ১৯ ‍জুলাই তাকে হাসপাতালে ভর্তি করা হয়।’

‘গত ২৩ জুলাই তাকে ইনটেনসিভ কেয়ার ইউনিটে (আইসিইউ) রাখা হয়। এরপর সেদিন রাতে মায়ের শারীরিক অবস্থা ভালো হতে শুরু করে। এরপর ধীরে ধীরে কিছুটা সুস্থ হয়ে উঠলে তাকে আজ (২৫ জুলাই) সকালে কেবিনে স্থানান্তর করা হয়েছে। এটা আপাতত ভালো খবর।’

পিআর/পি

মন্তব্য করুন

daraz
  • বিনোদন এর পাঠক প্রিয়
আরও পড়ুন
জাতির পিতাও চাইতেন নারীরা এগিয়ে থাকুক : প্রধানমন্ত্রী
পাঁচ নারী পেলেন জয়িতা সম্মাননা
নারী দিবসে সম্মাননা পাচ্ছেন পাঁচ জয়িতা
X
Fresh