• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo

বেবী নাজনীন অসুস্থ হয়ে হাসপাতালে

আরটিভি অনলাইন রিপোর্ট

  ১৮ জুলাই ২০১৮, ২০:২৬
ছবি: সংগৃহীত

শারীরিক অসুস্থতা নিয়ে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে ভর্তি রয়েছেন জনপ্রিয় সঙ্গীতশিল্পী বেবী নাজনীন। এই শিল্পীর পারিবারিক সূত্রে জানা গেছে, জ্বরে আক্রান্ত হয়ে বাসায় ছিলেন বেবী নাজনীন। পরে তার শারীরিক অবস্থার অবনতি হলে গতকাল মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে হাসপাতালে ভর্তি করা হয়।

এদিকে ইউনাইটেড হাসপাতালের চিফ অব কমিউনিকেশন্স ডা. সাগুফা আনোয়ার জানান, হাসপাতালে তার শারীরিক পরীক্ষা করা হচ্ছে। উনার ডায়েবেটিস রয়েছে। প্রাথ‌মিক পরীক্ষা-‌নিরীক্ষার পর এখন পর্য‌বেক্ষ‌ণে রয়েছেন।

বেবি নাজনীন বেশির ভাগ সময় যুক্তরাষ্ট্রে বসবাস করেন। তার ছেলে মহারাজ অমিতাভ যুক্তরাষ্ট্রের হিউস্টন বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছেন। এ ছাড়া গান গাওয়ার জন্য প্রায়ই বিভিন্ন দেশে যান তিনি। মাসখানেক যাবৎ বেবি নাজনীন ঢাকায় আছেন।

--------------------------------------------------------
আরও পড়ুন : ‘এফডিসি সন্ত্রাসী কর্মকাণ্ডের জায়গা না’
--------------------------------------------------------

রাজনীতির সঙ্গেও যুক্ত আছেন বেবি নাজনীন। তিনি এখন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক-বিষয়ক সম্পাদক।

গানের পাশাপাশি শখের বশে কবিতা লিখেন বেবী নাজনীন। তার তিনটি কবিতার বই প্রকাশিত হয়েছে। এগুলো হলো- ‘সে’, ‘ঠোঁটে ভালোবাসা’ ও ‘প্রিয়মুখ’।

পিআর/জেএইচ

মন্তব্য করুন

daraz
  • বিনোদন এর পাঠক প্রিয়
আরও পড়ুন
আমার ঘুম ভাঙাইয়া গেলো গো মরার কোকিলে
হাসপাতালে ভর্তি আর্জেন্টাইন ফরোয়ার্ড তেভেজ
হাসপাতালে সৌদি বাদশাহ
লক্ষ্মীপুরে তাপদাহ, হাসপাতালে বাড়ছে রোগীর সংখ্যা
X
Fresh