• ঢাকা বুধবার, ১৭ এপ্রিল ২০২৪, ৪ বৈশাখ ১৪৩১
logo

জুলাই মাসে হারানো শিল্পীদের জন্য এফডিসিতে কুরআন খতম

আরটিভি অনলাইন রিপোর্ট

  ১৮ জুলাই ২০১৮, ১৫:০৪

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির যেসব গুণী অভিনয় শিল্পী এ যাবত পর্যন্ত জুলাই মাসে মারা গেছেন তাদের জন্য কুরআন খতম ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।

আজ বুধবার বাদ আসর এফডিসির আর্টিস্ট স্টাডি রুমে এই আয়োজন করা হবে।

বিষয়টি আরটিভি অনলাইনকে নিশ্চিত করেছেন বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক ও নায়ক জায়েদ খান।

তিনি বলেন, এ যাবত পর্যন্ত জুলাই মাসে আমরা যেসব গুণী শিল্পীকে হারিয়েছি তাদের স্মরণে কুরআন খতম ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। আমরা চেষ্টা করবো চলচ্চিত্রের সব শিল্পী যাদের হারিয়েছি তাদের স্মরণসহ ধর্মীয় আচার-অনুষ্ঠান যতটা পারা যায় পালন করতে।

জায়েদ খান বলেন, চলচ্চিত্র একটি পরিবার। ক্যারিয়ার জুড়ে তারা সবাই নিজের পরিবারকে সময় না দিয়ে চলচ্চিত্রের উন্নয়নে সময় ব্যয় করেছেন। অগ্রজদের এই অবদান কখনই ভোলার নয়। ভবিষ্যতে আমাদের এই কার্যক্রম অব্যাহত রাখবো।

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সম্মানিত সদস্য মরহুম বুলবুল আহমেদ, নায়ক রহমান, আব্দুল করিম খান, আমির হোসেন বাবু, দিলদার ও রানী সরকারসহ জুলাই মাসে মৃত্যুবরণ করা সব অভিনয়শিল্পীর জন্য এই আয়োজন করা হয়েছে।

এম/এসআর

মন্তব্য করুন

daraz
  • বিনোদন এর পাঠক প্রিয়
আরও পড়ুন
মহেশপুর সীমান্তে সাড়ে ৪ কেজি স্বর্ণসহ আটক ২
ইরানের প্রতিরক্ষা ব্যবস্থায় রাশিয়ার অস্ত্র
রাজস্থানকে ২ উইকেটের শ্বাসরুদ্ধকর জয় এনে দেন বাটলার
৩২ দেশকে ইসরায়েলের চিঠি, কি ছিল সেই চিঠিতে
X
Fresh