• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo

গানের খেয়ার আয়োজনে রবীন্দ্র ও নজরুলজয়ন্তী

আরটিভি অনলাইন রিপোর্ট

  ১৭ জুলাই ২০১৮, ১১:৩৪
ছবি: সংগৃহীত

নানা আয়োজনে ‘রবীন্দ্র ও নজরুলজয়ন্তী’ পালন করলো সাংস্কৃতিক সংগঠন গানের খেয়া। সোমবার সন্ধ্যায় জাতীয় জাদুঘরের সুফিয়া কামাল মিলনায়তনে ‘তোমারে করি আহ্বান’শিরোনামে এই আয়োজন অনুষ্ঠিত হয়।

যার শুরুতেই ছিল আলোচনা। এতে প্রধান আলোচক ছিলেন বঙ্গীয় সাহিত্য সংস্কৃতি সংসদের সাধারণ সম্পাদক কামরুল ইসলাম। ধন্যবাদ জ্ঞাপন করেন আয়োজক সংগঠনের সভাপতি স্বপন কুমার দাস।

আলোচনা শেষে শুরু হয় সঙ্গীতানুষ্ঠান। এসময় স্বপন কুমার দাস পরিবেশন করেন ‘আজ মধুরও বাঁশরী বাঁজে’ ও ‘ফুল ফুটিয়ে গেলে চলে’শিরোনামের দুটি নজরুলগীতি।

শিল্পী অপর্ণা খান পরিবেশন করেন রবীন্দ্রসঙ্গীত ‘এসো হে জ্বেলে দিয়ে যাও’এবং নজরুলগীতি ‘খেলিছে জলদেবী’শিরোনামের দুটি গান। সেলিনা আফরোজ পরিবেশন করেন নজরুলের ‘খেলিছো এ বিশ্ব লয়ে’ এবং ‘জাগো অনশন বন্দি’শিরোনামের দুটি গান।

এছাড়াও দীপ্তি চৌধুরী পরিবেশন করেন রবীন্দ্রনাথের ‘নিশিত রাতের বাদল ধারায়’ও নজরুলের ‘চোখের আলোয় দেখেছিলাম’, রেজাউল করিম হিটলু গেয়ে শোনান রবীন্দ্রনাথের ‘তুমি কেমন করে গান করো হে গুণী’ও ‘একটুকু ছোঁয়া লাগে’এবং মোসলেমা আক্তার গেয়ে শোনান নজরুলের ‘যাক না নিশি গানে গানে’।


আরও পড়ুন :

পিআর/পি

মন্তব্য করুন

daraz
  • বিনোদন এর পাঠক প্রিয়
X
Fresh