• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

আজ ছুটির দিনে দুই নাটক

আরটিভি অনলাইন রিপোর্ট

  ১৩ জুলাই ২০১৮, ১০:০৪
‘মেরাজ ফকিরের মা’ নাটকের দৃশ্য। ছবি: সংগৃহীত

রাজধানীর সেগুনবাগিচাস্থ জাতীয় নাট্যশালায় আজ শুক্রবার, ১৩ জুলাই ছুটির দিনে রয়েছে দুই নাটকের প্রদর্শনী। সন্ধ্যা ৭টায় নাট্যশালার মূল মিলনায়তনে মঞ্চায়িত হবে থিয়েটার প্রযোজিত নাটক ‘মেরাজ ফকিরের মা’।

একই সময়ে স্টুডিও থিয়েটার হলে মঞ্চায়িত হবে থিয়েটারওয়ালা রেপার্টরি প্রযোজিত নাটক ‘জবর আজব ভালোবাসা’। দুটি নাটকই টিকেটের বিনিময়ে মঞ্চায়িত হবে।

বহুমাত্রিক শিল্পস্রষ্টা এবং বাংলাদেশের নবনাট্য আন্দোলনের অন্যতম পথিকৃৎ আবদুল্লাহ আল-মামুনের ৭৬তম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে অনুষ্ঠান আয়োজন করেছে নাট্যসংগঠন থিয়েটার (নাটক সরণি)।

এ উপলক্ষে শুক্রবার বিকেল ৪টায় নাট্যশালার সেমিনার কক্ষে (সাত তলা) বিকেল ৪টায় থাকছে আলোচনা পর্ব। এদিন সন্ধ্যা ৭টায় নাট্যশালার মূল মিলনায়তনে মঞ্চস্থ হবে আবদুল্লাহ আল-মামুন রচিত ও নির্দেশিত নাটক ‘মেরাজ ফকিরের মা’।