• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

তুরঙ্গমীর ‘অরণ্যা’

আরটিভি অনলাইন রিপোর্ট

  ১১ জুলাই ২০১৮, ১৮:০৪
ছবি: সংগৃহীত

সব্যসাচী লেখক সৈয়দ শামসুল হককে শ্রদ্ধা জানিয়ে ২০১৪ সালের ৩১ জানুয়ারি ‘অ্যা ট্রিবিউট টু দ্য প্লেরাইট: সৈয়দ হক’ মঞ্চায়নের মাধ্যমে আত্মপ্রকাশ করে রেপাটরি ড্যান্স থিয়েটার তুরঙ্গমী।

এই দলটির উল্লেখযোগ্য প্রযোজনার মধ্যে রয়েছে- ওয়াটারনেস, অনামিকা সাগরকন্যা, পথিকৃৎ, নন্দিনী, বসন্তপট, অদম্য বৈশাখ, নার্গিস। দেশে-বিদেশে প্রশংসিত হয়েছে তুরঙ্গমী।

এবার জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ‘রুমঝুম রুমঝুম কে বাজায়’ গান নিয়ে নতুন কোরিওগ্রাফি সাজিয়েছে দলটি। এর নাম দেয়া হয়েছে ‘অরণ্যা’।

কোরিওগ্রাফির মূল ভাবনা, নকশা, নৃত্য পরিচালনা ও নির্দেশনা দিয়েছেন তুরঙ্গমীর আর্টিস্টিক ডিরেক্টর পূজা সেনগুপ্ত।
--------------------------------------------------------
আরও পড়ুন : মুখ খুললেন সায়ন্তিকা
--------------------------------------------------------

তিনি বলেন, ‘পহেলা শ্রাবণ (১৫ জুলাই) উপলক্ষে আমরা এটি সাজিয়েছি। শ্রাবণের প্রথম বর্ষণে জগতের সব সত্তাই নতুনভাবে জীবন ফিরে পায়। আমাদের বক্তব্য এটাই।’

চলতি বছরের জানুয়ারিতে তুরঙ্গমী’র চতুর্থ প্রতিষ্ঠা বার্ষিকীর দিন আনুষ্ঠানিকভাবে তুরঙ্গমী স্কুল অব ড্যান্স শুরু করার ঘোষনা দেয়া হয়।

রাজধানীর নিউ ইস্কাটন এলাকায় তুরঙ্গমীর নিজস্ব স্টুডিও’তে এই স্কুলের কার্যক্রম চলছে।

নাচ শিখতে আগ্রহী শিক্ষার্থিরা সামাজিক যোগাযোগ মাধ্যমে তুরঙ্গমীর পেজ বা ওয়েবসাইট কিংবা সরাসরি ০১৬২৪২১৫৭৯২ এই নম্বরে ফোন করে বিস্তারিত তথ্য সংগ্রহ করতে পারবে বলে জানান তুরঙ্গমীর আর্টিস্টিক ডিরেক্টর পূজা সেনগুপ্ত।

আরও পড়ুন :

পিআর/এম

মন্তব্য করুন

daraz
  • বিনোদন এর পাঠক প্রিয়
X
Fresh