• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo

রোগা মডেলদেরই গুরুত্ব বেশি: জেরিন খান

বিনোদন ডেস্ক, আরটিভি অনলাইন

  ০৮ জুলাই ২০১৮, ১২:১৭

জেরিন খান বলিউডের অন্যতম সুন্দরী নায়িকা। সম্প্রতি জেরিন ফ্যাশন ডিজাইনার নরেন্দ্র কুমারের সঙ্গে ল্যাকমে ফ্যাশন উইক ২০১৮-এর মোটা মডেলদের জন্যে আয়োজিত অডিশনে বিচারক হিসেবে ছিলেন।

তিনি বলেন, ভারতে মডেল মোটা হলে তার কাজ পাওয়াটা কঠিন। সাফল্যকে নিজের মুঠোয় আনতে বেশ বেগ পেতে হয়।

একটা সময় জেরিনের ১০০ কেজির ওপর ওজন ছিল। অনুষ্ঠানে তখনকার অভিজ্ঞতা শেয়ার করেন জেরিন।

নায়িকা বলেন, যখন স্কুল-কলেজে পড়তাম, সেসময় বাজারে নিজের জন্যে কাপড় কিনতে গেলে, সমস্যায় পড়তে হতো। বাজারে প্লাস সাইজ মানুষদের জন্যে সেভাবে পোশাকই ছিল না একসময়।

--------------------------------------------------------
আরও পড়ুন : শেষ পর্যন্ত ভেঙেই গেলো মিঠুন চক্রবর্তীর ছেলের বিয়ে
--------------------------------------------------------

জেরিন বলেন, বর্তমানে মোটা মডেলদেরও গুরুত্ব দিচ্ছে ইন্ডাস্ট্রি, এটা দেখে আমার খুব ভালো লেগেছে।

তিনি আরও বলেন, ভারতে এখনও রোগা মডেলেরই গুরুত্ব বেশি। তবে পরিবর্তন আসছে, সেটাই আনন্দের।

২০১০ সালে ‘ভীর’ ছবির মাধ্যমে অভিষেক জেরিনের। সালমানের সঙ্গে জেরিনের প্রথম ছবি বেশ প্রশংসিত হয়। তার রূপে মুগ্ধ হননি এমন মানুষ খুঁজে পাওয়া কঠিন।

কিন্তু পরবর্তীতে বেশ কিছু ছবি করলেও জেরিন সেভাবে আলোচনায় আসতে পারেননি। অবশেষে ‘হেট স্টোরি-৩’ ছবিতে হাজির হন ব্যাপক খোলামেলা হয়ে। এরপর থেকেই তাকে নিয়ে তুমুল আলোচনা শুরু হয়। এরপর ‘আকসার-টু’তে ব্যাপক খোলামেলাভাবে হাজির হন তিনি।

আরও পড়ুন :

এম/পি

মন্তব্য করুন

daraz
  • বিনোদন এর পাঠক প্রিয়
আরও পড়ুন
স্বামীর মৃত্যুর পর নিজেকে শেষ করে দিতে চেয়েছিলেন বিদ্যা
প্রীতি জিনতার ভিডিও ভাইরাল, উত্তাল নেটদুনিয়া
হলিউড-বলিউড হার মানবে যাদের কাছে!
অস্ত্রোপচার করে চেহারা পাল্টে ট্রলের শিকার রাজকুমার রাও
X
Fresh